OnePlus Nord CE 2 Lite আসছে বাজারে ! কবে হতে পারে লঞ্চ ?
OnePlus Nord CE 2 Lite: ভারতে OnePlus 10 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করার পরই এবার নতুন পথে হাঁটছে কোম্পানি। শোনা যাচ্ছে, শীঘ্রই দেশে Nord সিরিজ লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে OnePlus।
OnePlus Nord CE 2 Lite: ভারতে OnePlus 10 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করার পরই এবার নতুন পথে হাঁটছে কোম্পানি। শোনা যাচ্ছে, শীঘ্রই দেশে Nord সিরিজ লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে OnePlus। রিপোর্ট বলছে, আগামী কয়েক মাসের মধ্যেই OnePlus Nord CE 2 Lite দেখা যেতে পারে।
OnePlus Nord CE 2 Lite: গুজব না সত্যি !
টেক সাইটগুলির রিপোর্ট বলছে, এই স্মার্টফোন ইতিমধ্যেই ভারতের BIS ও TDRA সার্টিফিকেশন পেয়েছে।রিপোর্টে আরও বলা হয়েছে, যে OnePlus স্মার্টফোন TDRA তালিকাভুক্ত স্পোর্টস মডেল নম্বর CPH2409-এ দেখা গেছে। একই মডেল নম্বর সহ স্মার্টফোনগুলি ভারতের BIS কর্তৃপক্ষও অনুমোদন করেছে। এই খবরই স্পষ্ট বলে দেয় যে , ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।
OnePlus Nord CE 2 Lite: কী স্পেকস থাকতে পারে ওয়ানপ্লাসে
রিপোর্ট বলছে, মিড-রেঞ্জের এই স্মার্টফোনে 8GB RAM ও Qualcomm চিপসেট থাকবে। এখানেই শেষ নয়, OnePlus Nord 2 CE Lite-এ 6.59-ইঞ্চি ফুল HD ফ্লুইড ডিসপ্লে থাকতে পারে। স্মার্টফোনটি অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেটের সঙ্গে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। স্মার্টফোনে 128GB থেকে 256GB পর্যন্ত দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে থাকতে পারে বলে খবর। আশা করা হচ্ছে, হ্যান্ডসেটটিতে একটি মাইক্রোএসডি কার্ডের জন্য আলাদা স্লটও থাকতে পারে।
OnePlus Nord 2 CE Lite: ক্যামেরা কেমন ফোনের ?
এর পিছনে 64MP প্রাইমারি ক্যামেরা ও দুটি 2MP সেন্সর সহ একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। স্মার্টফোনে একটি 16MP সেলফি শ্যুটার থাকবে বলে আশা করা হচ্ছে। হ্যান্ডসেটটিতে 33W দ্রুত চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি থাকতে পারে। সেই ক্ষেত্রে ফোনের ওজন হালকা হবে বলেই ধারণা করছে টেক ব্লগাররা।