Wired Earphones: ভারতে 'নর্ড' ব্র্যান্ডের ইয়ারফোন লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস, তালিকায় আরও অনেক কিছু
OnePlus Nord Wired Earphones: সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাসের নর্ড ব্র্যান্ডের ওয়্যারড ইয়ারফোন।
OnePlus Earphone: ওয়ানপ্লাস নর্ড ওয়্যারড ইয়ারফোন (OnePlus Nord Wired Earphones) ইউরোপের বাজারে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এবার শোনা গিয়েছে যে ভারতেও এই ইয়ারফোন (OnePlus Earphone) লঞ্চ হতে পারে। সম্ভবত আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে এই ইয়ারফোন (Earphone) ভারতে লঞ্চ হতে পারে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। সম্ভবত একটি রঙে- কালো রঙে এই ইয়ারফোন ভারতে লঞ্চ হতে পারে। এটি একটি IPX4 রেটিং প্রাপ্ত সোয়েট এবং ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ওয়ার্ক আউট করার সময় এই ইয়ারফোন অনায়াসে ব্যবহার করা যাবে। কারণ ঘামে এই ডিভাইস নষ্ট হবে না। ইয়ারফোনের সঙ্গেই থাকতে পারে ইন-লাইন ভলিউম কন্ট্রোল বাটন। তবে শুধুমাত্র ইয়ারফোন নয়, ওয়ানপ্লাস সংস্থা আগামী মাসে আরও বেশ কয়েকটি ইয়ারফোন লঞ্চের পরিকল্পনা করেছে। সেই তালিকায় রয়েছে ওয়াপ্লাসের নর্ড ব্র্যান্ডের স্মার্ট ব্যান্ড, স্মার্ট ওয়াচ এবং ইয়ারবাডস।
ওয়ানপ্লাস নর্ড ওয়াচ- শোনা যাচ্ছে, ভারতে ওয়ানপ্লাসের আসন্ন এই স্মার্ট ওয়াচের দাম হতে পারে ৫০০০ টাকার আশপাশে। দুটো মডেল লঞ্চ হতে পারে এই স্মার্ট ওয়াচের। একটিতে থাকতে পারে গোলাকার ডায়াল। আর অন্যটিতে আয়তাকার ডায়াল থাকার সম্ভাবনা রয়েছে। এই স্মার্ট ওয়াচ সম্পর্কে আর বিশেষ তথ্য এখনও জানা যায়নি। এর পাশাপাশি আরও বেশ কয়েকটি প্রোডাক্ট আগামী মাসে ভারতে লঞ্চের পরিকল্পনা রয়েছে ওয়ানপ্লাস সংস্থার।
ওয়ানপ্লাস সংস্থা একটি ফোল্ডেবল ফোনও লঞ্চ করতে চলেছে। এর আগে ‘ফাইন্ড এন’ ফোল্ডেবল ফোন লঞ্চ করেছিল ওয়ানপ্লাস। এবার ফের একটি ফোল্ডেবল ফোন লঞ্চের পরিকল্পনা রয়েছে এই সংস্থার। তবে নতুন ফোল্ডেবল ফোনের নাম ঘোষণা করেনি ওয়ানপ্লাস সংস্থা। শোনা যাচ্ছে, ওয়ানপ্লাসের নতুন ফোল্ডেবল ফোনে অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট থাকতে পারে। ২০২১ সালের ডিসেম্বর মাসে লঞ্চ হয়েছিল ফাইন্ড এন ফোন। এই ফোনের সঙ্গে নতুন ফোল্ডেবল ফোনের কিছু মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। ওয়ানপ্লাস সংস্থার সহ-প্রতিষ্ঠাতা Pete Lau সম্প্রতি ট্যুইটারে নতুন ফোল্ডেবল ফোন লঞ্চের আভাস দিয়েছেন। যদিও এখনও এই ফোনে ফোল্ডেবল ফোনের নাম ঘোষণা করা হয়নি। এই ফোনের কোনও ফিচার বা স্পেসিফিকেশনও সেভাবে প্রকাশ্যে আসেনি। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২১ সালের শেষদিকে ফাইন্ড এন (OnePlus Find N) ফোন লঞ্চ করে ফোল্ডেবল ফোনের দুনিয়ায় পা রেখেছিল ওয়ানপ্লাস সংস্থা।
আরও পড়ুন- ওপ্পো এনকো বাডস ভারতে কবে লঞ্চ হতে পারে? সম্ভাব্য স্পেসিফিকেশন ফাঁস ফ্লিপকার্টে