Oppo Smartphones: ফোনে প্রচুর গেম খেলেন, আর ভয় থাকবে না ডিভাইস গরম হওয়ার, ফ্যান সমেত মডেল আসছে ভারতে
Oppo K13 Turbo Series: ভারতে ওপ্পো কে১৩ টার্বো সিরিজ লঞ্চ হতে চলেছে ১১ অগস্ট বেলা ১২টার সময়। সম্ভবত ফোনের দাম শুরু হবে ৪০ হাজার টাকার কম থেকে।

Oppo Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো কে১৩ টার্বো সিরিজ। জুলাই মাসে চিনে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন সিরিজ। এবার আসছে ভারতে। ওপ্পো এক১৩ টার্বো এবং ওপ্পো কে১৩ টার্বো প্রো- এই দুই ফোন লঞ্চ হতে চলেছে দেশে। বলা হচ্ছে, ওপ্পো কে১৩ টার্বো সিরিজের ভারতীয় মডেলগুলিতে থাকবে একটি ইন-বিল্ট ফ্যান। এই ফ্যান ফোন ঠান্ডা রাখার কাজ করবে। ওপ্পো কে১৩ টার্বো প্রো ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর থাকতে পারে। একাধিক artificial intelligence (AI) ফিচার থাকতে চলেছে ওপ্পো কে১৩ টার্বো সিরিজের ফোনে।
ভারতে ওপ্পো কে১৩ টার্বো সিরিজ লঞ্চ হতে চলেছে ১১ অগস্ট বেলা ১২টার সময়। এই স্মার্টফোন সিরিজের ফোনের দাম সম্পর্কে এখনও তেমন কিছু জানা যায়নি। সম্ভবত ফোনের দাম শুরু হবে ৪০ হাজার টাকার কম থেকে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ওয়েবসাইটে একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে ওপ্পো কে১৩ টার্বো সিরিজের ফোনের জন্য। অতএব এটা স্পষ্ট যে ভারতে লঞ্চের পর অনলাইনে ওপ্পো কে১৩ টার্বো সিরিজের ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। এছাড়াও পাওয়া যাবে ওপ্পো ইন্ডিয়া স্টোর থেকে।
ওপ্পো কে১৩ টার্বো সিরিজের ফোনে কী কী ফিচার থাকতে চলেছে দেখে নিন একনজরে
- এই ফোনের অন্যতম মূল আকর্ষণ ফোনের ভিতরে আগে থেকেই সেট থাকা ফ্যান। এই ফ্যানই আপনার ফোন ঠান্ডা রাখবে। একটানা গেম খেললে, ভিডিও দেখলে ফোন বেশিরভাগ সময়েই গরম হয়ে যায়। ফোনের ভিতর থেকে এই গরম বাইরে বের করে দিয়ে ডিভাইস ঠান্ডা রাখার জন্যই থাকছে ওই ছোট্ট ফ্যান।
- ওপ্পো কে১৩ টার্বো এবং ওপ্পো কে১৩ টার্বো প্রো ফোনে ৭০০০ স্কোয়ার মিলিমিটারের ভেপার চেম্বার এবং ১৯,০০০ স্কোয়ার মিলিমিটারের গ্রাফাইট লেয়ার থাকতে চলেছে।
- ওপ্পো কে১৩ প্রো ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর। অন্যদিকে ওপ্পো কে১৩ টার্বো ফোনে থাকবে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৪৫০ চিপসেট।
- ওপ্পো কে১৩ টার্বো ফোনে থাকতে চলেছে একাধিক জেমিনি ফিচার। এছাড়াও এই ফোনে ওয়াই-ফাই ৭, ৫জি এবং ব্লুটুথ ৬.০ কানেক্টিভিটি সাপোর্ট থাকবে এই ফোনে।
Vivo Phones: ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই সিরিজের নতুন ৫জি ফোন। এবার হাজির ভিভো ওয়াই৪০০ ৫জি মডেল। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট রয়েছে। এছাড়াও রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। ভিভো ওয়াই৪০০ ৫জি ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ফোনের স্ক্রিনের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকছে।






















