Oppo Reno 10 Series: জুলাই মাসের মাঝামাঝি সময়ে ভারতে লঞ্চ হতে পারে ওপ্পো রেনো ১০ সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হতে পারে?
Oppo Smartphone: ওপ্পো রেনো ১০ এবং ওপ্পো রেনো ১০ প্রো- এই দুই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।
Oppo Reno 10 Series: ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো রেনো ১০ সিরিজ (Oppo Reno 10 Series)। শোনা যাচ্ছে, জুলাই মাসের মাঝামাঝি সময়ে ওপ্পো রেনো ১০ সিরিজ লঞ্চ হতে পারে। যদিও নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। এবছর মে মাসে চিনে লঞ্চ হয়েছিল। এবার আসছে ভারতে। ওপ্পোরেও ১০ সিরিজে লঞ্চ হতে পারে ওপ্পো রেনো ১০, ওপ্পো রেনো ১০ প্রো এবং ওপ্পো রেনো ১০ প্রো প্লাস। বলা হচ্ছে, এই ফোনগুলির চিনের ভ্যারিয়েন্টে যে ধরনের প্রসেসর দেখা গিয়েছে তার থেকে আলাদা প্রসেসর থাকতে চলেছে ভারতীয় ভ্যারিয়েন্টে। ডিজাইনের দিক থেকে দুই ফোন একই রকমের হলেও, ফারাক থাকতে পারে ক্যামেরা মডিউলে।
ওপ্পো রেনো ১০ সিরিজের কোন ফোনে কোন প্রসেসর থাকতে পারে
ওপ্পো রেনো ১০ এবং ওপ্পো রেনো ১০ প্রো- এই দুই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। ওপ্পো রেনো ১০ প্রো মডেলের চিনের ভ্যারিয়েন্টে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। ওপ্পো রেনো ১০ প্রো প্লাস প্রিমিয়াম মডেলে চিনের ভ্যারিয়েন্টের মতো কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর থাকতে পারে।
অন্যান্য সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- চিনে লঞ্চ হওয়া ওপ্পো রেনো ১০ ৫জি সিরিজের সব মডেলেই টেলিফটো লেন্স থাকলেও ভারতে কেবলমাত্র ওপ্পো রেনো ১০ প্রো প্লাস মডেলেই এই ক্যামেরা ফিচার থাকবে বলে শোনা গিয়েছে।
- ওপ্পো রেনো ১০ এবং ওপ্পো রেনো ১০ প্রো- এই দুই ফোনে চিনে ভ্যারিয়েন্টের মতোই ভারতীয় মডেলেও ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। অন্যদিকে ওপ্পো রেনো ১০ প্রো প্লাস ফোনে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
Realme 11 Pro Plus 5G: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি (Realme 11 Pro Plus 5G) ফোন। প্রথম দিনেই বিক্রি হয়েছে ৬০ হাজার ইউনিট, অর্থাৎ ৬০ হাজার ফোন প্রথম দিনে বিক্রি হয়েছে। জানা গিয়েছে, রিয়েলমি (Realme) সংস্থার ২৫ হাজার টাকা বেশি দামের ফোনের তালিকায় এই মডেল অর্থাৎ রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি ফোন প্রথম দিনের বিক্রির নিরিখে রেকর্ড গড়েছে। এর আগে একদিনে কোনও রিয়েলমি ফোন (২৫ হাজার টাকার বেশি দামের সেগমেন্টে) প্রথম দিনে ৬০ হাজার ইউনিট বিক্রি হয়নি। গত ১৫ জুন থেকে ভারতে রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি ফোনের বিক্রি শুরু হয়েছে। ফ্লিপকার্ট এবং রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাচ্ছে।
আরও পড়ুন- রোজমেরি টি, এই বিশেষ চা কীভাবে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী?