Poco F3 GT Launch : এবার কি গেমিং ফোন ? ২৩ জুলাই ভারতে লঞ্চ করছে Poco F3 GT
২৩ জুলাই ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Poco F3 GT। নতুন ফোনে ১২০ হার্টজের রিফ্রেস রেট দিয়েছে কোম্পানি। সাধারণত গেমিং ফোনে এই ধরনের ডিসপ্লে সাপোর্ট দিয়ে থাকে কোনও কোম্পানি।
নয়া দিল্লি : আর কোনও জল্পনা রইল না। কোম্পানি জানিয়ে দিয়েছে, ২৩ জুলাই ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Poco F3 GT। ফোনের টিজার বলছে, মিডরেঞ্জে অন্য কোম্পানিগুলিকে কড়া টক্কর দিতে পারে এই ফোন।
বেশ কিছুদিন ধরেই এই ফোনের টিজার দেখাচ্ছিল পোকো। একে একে ফোনের মূল আকর্ষণ তুলে ধরছিল টিজড ইমেজের মাধ্যমে। এবার আর টিজার নয়। কোম্পানি পাকাপাকিভাবে জানিয়ে দিয়েছে, আগামী ২৩ জুলাই বেলা ১২টার সময় ভারতে লঞ্চ হচ্ছে ফোন। কোম্পানি সূত্রে খবর, কোভিড বিধি চলার জন্য ভার্চুয়ালি এই ইভেন্ট করতে পারে কোম্পানি। সেই ক্ষেত্রে Poco F3 GT-র লাইভস্ট্রিম দেখা যাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ফোনের লঞ্চ হবে।
Poco F3 GT সম্ভাব্য স্পেসিফিকেশন
কোম্পানির টিজার ও টেক ব্লগারদের তথ্য বলছে, নতুন ফোনে ১২০ হার্টজের রিফ্রেশ রেট দিয়েছে কোম্পানি। সাধারণত গেমিং ফোনে এই ধরনের ডিসপ্লে সাপোর্ট দিয়ে থাকে কোনও কোম্পানি। ফ্রেম ড্রপ হওয়ার আশঙ্কা রুখতেই এই সুবিধা দেওয়া হয়। এ ছাড়াও রয়েছে ডলবি অ্যাটমসের দুটো স্টিরিও স্পিকার। টেকনোক্র্যাটদের ধারণা, Redmi K40 গেমিং এডিশনকে নতুন করে লঞ্চ করছে পোকো। এপ্রিলে চিনে এই ফোন লঞ্চ করেছিল কোম্পানি।
ফোনের ডিজাইন ল্যাঙ্গোয়েজ কেমন ?
কোম্পানির টিজার বলছে , স্লিপস্ট্রিম ডিজিইন ল্যাঙ্গোয়েজ দেওয়া হয়েছে নতুন এই ফোনে। যাতে ম্যাট ফিনিশ দেওয়ার ফলে বডিতে আঙুলের ছাপ পড়ে না। ফোনের ফ্রেম তৈরি হয়েছে এরোস্পেস গ্রেডের অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে। যার সামান্য ঠোকাঠুকিতে ফোনের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। হার্ড বডি হওয়ায় গেমের সময় ফোন দু'দিক দিয়ে ধরতে সুবিধা হবে ক্রেতার।
কী ধরনের প্রসেসর ও ডিসপ্লে ?
স্ন্যাপড্রাগনের প্রসেসরের পরিবর্তে ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ১২০০ প্রসেসর। এইচডিআর প্লাস ১০ বিট অ্যামোলেড ডিসপ্লে রয়েছে ফোনে। গানমেটাল সিলভার ও প্রিডেটর ব্ল্যাক রঙে বাজারে আসতে চলেছে এই ফোন। ২৩,০০০ টাকা থকে শুরু হয়ে ফোনের টপ মডেলের দাম হতে পারে ৩১,০০০টাকা। চিনে Redmi K40 গেমিং এডিশনকে ধরেই এই সম্ভাব্য দাম অনুমান করা হচ্ছে।