Poco Smartphones: ভারতে পোকো এফ৬ ৫জি ফোন কবে লঞ্চ হতে চলেছে? এখনও পর্যন্ত কী কী জানা গিয়েছে
Poco F6 5G: এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে থাকতে পারে ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
Poco Smartphones: ভারতে পোকো এফ৬ ফোন (Poco F6 5G) লঞ্চ হতে চলেছে আগামী ২৩ মে। পোকো এফ৫ (Poco F5 5G) ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে পোক এফ৬ ফোন। আনুষ্ঠানিক ভাবে ভারতে লঞ্চের (Poco Smartphones) আগেই পোকো এফ৬ ফোনের সম্ভাব্য বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। তার থেকে ফোনের ডিজাইন, দাম এবং ফিচার সম্পর্কে আভাস পাওয়া যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক পোকো এফ৬ ফোন সম্পর্কে এতদিনে কী কী জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, মাঝামাঝি রেঞ্জে লঞ্চ হতে পারে পোকো এফ৬ ফোন। আর ফোনের সাইডের অংশ বিশেষ করে কোণগুলি হবে কার্ভড। এটি একটি ৫জি ফোন হিসেবে লঞ্চ হতে চলেছে ভারতে।
কী কী ফিচার থাকতে পারে পোকো এফ৬ ফোনে
- এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। এই প্রথম ভারতে কোয়ালকমের এই প্রসেসর নিয়ে কোনও ফোন লঞ্চ হতে চলেছে।
- পোকো এফ৬ ফোনে একটি ৬.৭ ইঞ্চির OLED স্ক্রিন থাকতে পারে যেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে।
- এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের থাকার সম্ভাবনা রয়েছে।
- পোকো এফ সিরিজের আসন্ন ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে থাকতে পারে ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
ভারতে পোকো এফ৬ ফোনের দাম কত হতে পারে
অনুমান করা হচ্ছে ভারতে পোকো এফ সিরিজের এই ফোনের দাম ৪০ হাজার টাকার কম থেইএ শুরু হবে। কোন কোন র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে পোকো এফ৬ ফোন লঞ্চ হবে তা জানা যায়নি। এই ফোনের দাম নিশ্চিত ভাবে ঘোষণা করেনি পোকো সংস্থা। এর আগে পোকো এফ৫ ফোন লঞ্চ হয়েছিল ২৯,৯৯৯ টাকায়। তার থেকে সাকসেসর মডেল পোকো এফ৬ ফোনের দাম বেশ কিছুটা বেশি হবে বলেই আন্দাজ করা হচ্ছে। ভারতে লঞ্চের পর এই ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে বলে শোনা গিয়েছে আগেই।
এর আগে শোনা গিয়েছে, এবছর এপ্রিল মাসে চিনে লঞ্চ হয়েছিল রেডমি টার্বো ৩ ফোন। সেই ফোনেরই রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে পোকো এফ৬ ৫জি। অর্থাৎ এই দুই ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশনে মিল থাকবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- আইফোনের ব্যাটারি টেকসই করতে মেনে চলুন সহজ কিছু নিয়ম, সেগুলি কী কী? রইল তারই তালিকা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।