Smartphones Under Rs 15000: ১৫ হাজারের কমে ঝাঁচকচকে ৫জি ফোন ভারতে আনল পোকো, কী কী তাক লাগানো ফিচার রয়েছে?
Poco M7 Plus 5G: ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। ১৯ অগস্ট থেকে শুরু হবে বিক্রি। তিন রঙে এই ফোন ভারতে লঞ্চ হয়েছে।

Smartphones Under Rs 15000: ভারতে লঞ্চ হয়েছে পোকো এম৭ প্লাস ৫জি ফোন। ৭০০০ এমএএইচের সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে এই ফোনে। সঙ্গে পাবেন ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে রিভার্স চার্জিং সাপোর্ট থাকার ফলে এই ফোনের সাহায্যে অন্য ফোন বা ডিভাইস চার্জ করা যাবে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর রয়েছে পোকো এম৭ প্লাস ৫জি ফোন। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম যুক্ত থাকতে চলেছে।
ভারতে পোকো এম৭ প্লাস ৫জি ফোনের দাম, কোথা থেকে কেনা যাবে
এই ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। ১৯ অগস্ট থেকে শুরু হবে বিক্রি। তিন রঙে এই ফোন ভারতে লঞ্চ হয়েছে। এইচডিএফসি, এসবিআই, আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড থাকলে ১০০০ টাকা ইন্সট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা। এর সঙ্গে অতিরিক্ত পাবেন ১০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস।
পোকো এম৭ প্লাস ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন
- এই ফোনে ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট রয়েছে।
- এই ফোনের ইনবিল্ট ৮ জিবি র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ২টো অপারেটিং সিস্টেম এবং চারটে সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এই ফোনে।
- পোকো এম৭ প্লাস ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এর সঙ্গে রয়েছে একটি সেকেন্ডারি সেনসর। অর্থাৎ ডুয়াল রেয়ার ক্যামেরা সেটিংস রয়েছে এই ফোনে। এছাড়াও ফোনের স্ক্রিনের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- ১৮ ওয়াটের ওয়্যারড রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে।
ভারতে হাজির Lava Blaze AMOLED 2 5G ফোন
এই ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। ফেদার হোয়াইট এবং মিডনাইট ব্ল্যাক- এই দুই রঙে লঞ্চ হয়েছে Lava Blaze AMOLED 2 5G ফোন। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। ফোন কেনা যাবে ১৬ অগস্ট থাকে। ফোন কেনার পর বাড়িতেই অনেক পরিষেবাও প্রদান করবে সংস্থা।






















