Poco Smartphones: পোকো এক্স৬ ৫জি ফোন ভারতে হাজির নতুন রঙে, দাম কত? কী কী অফার পাবেন?
Poco X6 5G Skyline Blue Colour Variant: পোকো এক্স৬ ৫জি ফোনে একটি ৫১০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা অন্যান্য অনেক ফোনের থেকেই বেশ কিছুটা বড় ও শক্তিশালী।
Poco Smartphones: পোকো এক্স৬ ৫জি ফোন (Poco X6 5G) নতুন রঙে লঞ্চ হয়েছে ভারতে। পোকো সংস্থার ফোন গেমারদের মধ্যে বেশ জনপ্রিয়। ভিডিও গেম খেলার জন্য পোকো সংস্থার ফোনগুলির স্পেসিফিকেশন এবং কনফিগারেশন বেশ উপযুক্ত। আর নীল রং যদি আপনার পছন্দের তালিকায় থাকে তাহলে পোকো এক্স৬ ৫জি ফোনের নতুন ভ্যারিয়েন্ট আপনি কিনতেই পারেন। কারণ এই ফোন লঞ্চ হয়েছে স্কাইলাইন ব্লু (Skyline Blue) ভ্যারিয়েন্টে। পোকো এক্স৬ ৫জি ফোনে রয়েছে একটি AMOLED ডিসপ্লে যেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে। এছাড়াও কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এক্স জেন ২ প্রসেসর রয়েছে। পোকো সংস্থার এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও পোকো এক্স৬ ৫জি ফোনে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
পোকো এক্স৬ ৫জি ফোনের স্কাইলাইন ব্লু রঙের ভ্যারিয়েন্টের দাম কত, কোথা থেকে কেনা যাবে, দেখে নিন
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২১,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেল, তার দাম ২৩,৯৯৯ টাকা। এর পাশাপাশি পোকো এক্স৬ ৫জি ফোনের স্কাইলাইন ব্লু রঙের মডেলের ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৪,৯৯৯ টাকা। আপাতত ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে ফোন কিনলে ফ্লিপকার্ট ক্রেতাদের দেবে ১০০০ টাকা ছাড়। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডের সাহায্যে ফোন কিনলে ক্রেতারা ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। রয়েছে এক্সচেঞ্জ অফারের সুবিধাও। সেখানে ক্রেতারা ২১,৯৯৯ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। নির্দিষ্ট ফোনের মডেলে অতিরিক্ত ১০০০ টাকা এক্সচেঞ্জ অফার পেতে পারেন আপনি। এছাড়াও ক্রেতারা পাবেন নো-কস্ট ইএমআইয়ের সুবিধা।
পোকো এক্স৬ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১৪ বেসড HyperOS- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন। তিনটি অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং চার বছরের জন্য সিকিউরিটি আপডেট পাওয়া যাবে পোকো এক্স৬ ৫জি ফোনে।
- এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- পোকো এক্স৬ ৫জি ফোনে একটি ৫১০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা অন্যান্য অনেক ফোনের থেকেই বেশ কিছুটা বড় ও শক্তিশালী।
আরও পড়ুন- শাওমির নতুন প্রিমিয়াম ফোন লঞ্চ হতে চলেছে ভারতে, কোন মডেল আসছে? কী কী ফিচার থাকতে পারে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।