Earbuds: প্রায় ৫০ ঘণ্টার 'টোটাল ব্যাটারি লাইফ' নিয়ে ভারতে হাজির নতুন ইয়ারবাডস, দাম কত?
Ptron Basspods Encore: Ptron সংস্থার নতুন ইয়ারবাডসে রয়েছে চারটি এইচডি মাইক এবং TruTalk এনভায়রনমেন্ট নয়েজ ক্যানসেলেশন ফিচার।
Earbuds: ভারতের নিজস্ব সংস্থা Ptron নতুন ইয়ারবাডস লঞ্চ করেছে। এবার লঞ্চ হয়েছে Ptron Basspods Encore ইয়ারবাডস। ভারতে Ptron সংস্থার নতুন এই ইয়ারবাডসের দাম ৮৯৯ টাকা। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস যেখানে প্রায় ৫০ ঘণ্টা পর্যন্ত টোটাল প্লেব্যাক টাইম পাওয়া যাবে। এই ইয়ারবাডসে রয়েছে ১০ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স। এছাড়াও রয়েছে ব্লুটুথ ভার্সান ৫.৩- এর সাপোর্ট। Ptron সংস্থার নতুন ইয়ারবাডসে রয়েছে চারটি এইচডি মাইক এবং TruTalk এনভায়রনমেন্ট নয়েজ ক্যানসেলেশন ফিচার। কালো, নীল এবং ধূসর রঙে পাওয়া যাচ্ছে Ptron Basspods Encore ইয়ারবাডস। এই ডিভাইসে রয়েছে ইন-ইয়ার ডিজাইন এবং টাচ কন্ট্রোল। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ইয়ারয়াবাডস কেনা যাবে।
Ptron Basspods Encore ইয়ারবাডসের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
- ১০ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স রয়েছে এই ইয়ারবাডসে। স্টিরিও সাউন্ড পাওয়া যাবে এই ডিভাইসে।
- এই ইয়ারবাডসে রয়েছে TruTalk technology যা নয়েজ ক্যানসেলেশন ফিচার সাপোর্ট করে।
- ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি রয়েছে এই ইয়ারবাডসে যার সাহায্যে ১০ মিটার দূরত্ব পর্যন্ত স্থায়ী ওয়্যারলেস কানেক্টিভিটি পাওয়া সম্ভব।
- এই ইয়ারবাডসে ৫০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি বজায় থাকবে। চার্জিং কেস সমেত এই ব্যাটারি লাইফ পাওয়া যাবে।
- একবার চার্জ দিলে এক একটি ইয়ারবাডসে ১০ ঘণ্টা পর্যন্ত চার্জ থাকবে।
- টাইপ-সি কুইক চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে। জানা গিয়েছে, এই ইয়ারবাডসে চার্জ দিতে সময় লাগবে প্রায় এক ঘণ্টা। আর চার্জিং কেসে চার্জ দিতে সময় লাগবে প্রায় ১.৫ ঘণ্টা।
- মাত্র ১০ মিনিট চার্জ দিলে ২০০ মিনিটের প্লেব্যাক টাইম পাওয়া যাবে। Ptron Basspods Encore ইয়ারবাডসে রয়েছে কোয়াড মাইক।
- টাচ কন্ট্রোলের সাহায্যে এই ইয়ারবাডসে প্লে, পজ, নেক্সট ট্র্যাক, প্রিভিয়াস ট্র্যাক, কল অ্যানসার, কল হ্যাংআপ, কল রিজেক্ট এবং ভয়েস অ্যাসিসট্যান্ট এনাবেল করা যাবে।
Gaming Smartphone: ভারতে লঞ্চ হয়েছে নতুন গেমিং স্মার্টফোন সিরিজ (Gaming Smartphone Series)। সম্প্রতি লঞ্চ হয়েছে আসুস ROG ফোন ৭ সিরিজ। এই গেমিং স্মার্টফোন সিরিজে রয়েছে আসুস ROG ফোন ৭ এবং আসুস ROG ফোন ৭ আল্টিমেট। এই দুই গেমিং ফোনে রয়েছে কুলিং সলিউশন। আসুস ROG ফোন ৬ সিরিজের লঞ্চ হয়েছিল গতবছর জুলাই মাসে। এই স্মার্টফোন সিরিজের সাকসেসর হিসেবে আসুস ROG ফোন ৭ সিরিজ।
আরও পড়ুন- ভারতে হাজির আসুসের নতুন গেমিং স্মার্টফোন সিরিজ, কোন কোন মডেল লঞ্চ হয়েছে? দামই বা কত?