Realme 10 4G: কেমন দেখতে হবে রিয়েলমি ১০ ৪জি ফোন, দেখে নিন এই ফোনের সম্ভাব্য বিভিন্ন স্পেসিফিকেশন
Smartphone: রিয়েলমি ১০ ৪জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
Realme 10 4G: আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১০ ৪জি (Realme 10 4G)। নভেম্বরেই এই ফোন ভারতে লঞ্চ হওয়ার কথা। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে ভারতের আগে ইন্দোনেশিয়াতে এই ফোন লঞ্চ হবে ৯ নভেম্বর। লঞ্চের আগে এই ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেই সঙ্গে প্রকাশ পেয়েছে ফোনের ডিজাইনও।
সম্প্রতি আবার লঞ্চ হয়েছে নোকিয়ার নতুন ফিচার ফোন নোকিয়া ২৭৮০ ফ্লিপ। গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে নোকিয়ার এই ফোন। ভারতে নোকিয়ার এই ফিচার ফোন এখনও লঞ্চ হয়নি। কবে লঞ্চ হবে তাও জানা যায়নি। এমনকি এই ফোনের দাম ভারতে কত হতে পারে সেই প্রসঙ্গেও কিছু জানা যায়নি। তবে গ্লোবাল মার্কেটে এই ফোনের দাম ৯০ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৭৪৫০ টাকা। নীল এবং লাল রঙে এই ফোন লঞ্চ হয়েছে। নোকিয়া ওয়েবসাইটে সম্ভবত ১৭ নভেম্বর থেকে উপলব্ধ হবে এই ফোন।
রিয়েলমি ১০ ৪জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনের থাকতে পারে একটি সুপার AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকতে পারে এই ডিসপ্লেতে। এছাড়াও ডিসপ্লের উপরে বাঁদিকের কোণে একটি হোল-পাঞ্চ কাট আউট থাকতে পারে। সেখানে সেট করা থাকবে সেলফি ক্যামেরা সেনসর।
- রিয়েলমি ১০ ৪জি ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। গ্লোবাল মার্কেটে রিয়েলমি ১০ সিরিজ লঞ্চ হবে এই নভেম্বর মাসেই। এই সিরিজের ফোনগুলি চলতি মাসেই ভারতেও লঞ্চের সম্ভাবনা রয়েছে।
- Clash White রঙে লঞ্চ হতে পারে রিয়েলমি ১০ ফোন। এছাড়াও এই ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের আর একটি ম্যাক্রো সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- রিয়েলমি ১০ ৪জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
অনেক রিপোর্টে বলা হচ্ছে রিয়েলমি ১০ ৪জি ফোন নভেম্বর মাসের শেষে বা ডিসেম্বর মাসের শুরুর দিকেও ভারতে লঞ্চ হতে পারে। এই ফোনের দাম হতে পারে ১৫ হাজার টাকার আশপাশে। যদিও নিশ্চিত ভাবে কোনও তথ্য জানা যায়নি।
আরও পড়ুন- নোকিয়ার নতুন ফিচার ফোন 'নোকিয়া ২৭৮০ ফ্লিপ' লঞ্চ হয়েছে, দাম কত? কী কী ফিচার রয়েছে দেখে নিন