Realme 10 Pro Plus: ভারতে রিয়েলমি ১০ প্রো প্লাস ফোনের দাম কত হতে পারে? কবে লঞ্চ
Realme Smartphones: রিয়েলমি সংস্থার এই ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে দেখে নিন একঝলকে।
Realme 10 Pro Series: ভারতে রিয়েলমি ১০ প্রো সিরিজ (Realme 10 Pro Series) লঞ্চ হতে চলেছে আগামী ৮ ডিসেম্বর। এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে রিয়েলমি ১০ প্রো (Realme 10 Pro) এবং রিয়েলমি ১০ প্রো প্লাস (Realme 10 Pro Plus) - এই দুই ফোন। সম্প্রতি রিয়েলমি সংস্থা ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ ট্যুইটারে রিয়েলমি ১০ প্রো প্লাস ফোনের দাম সম্পর্কে আভাস দিয়েছেন। মাধব শেঠের ট্যুইটে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে রিয়েলমি ১০ প্রো সিরিজের এই প্রিমিয়াম ফোনের দাম ২৫ হাজার টাকার মধ্যেই হবে। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে রিয়েলমি ১০ প্রো প্লাস ফোনে থাকতে চলেছে একটি কার্ভড ডিসপ্লে। চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে রিয়েলমি ১০ প্রো প্লাস ফোন। এর পাশাপাশি রিয়েলমি ১০ প্রো ফোনও চিনে লঞ্চ হয়েছে।
Kudos to our product team for figuring this one out. #realme10ProSeries5G pic.twitter.com/A5DZNMyWek
— Madhav Sheth (@MadhavSheth1) November 26, 2022
রিয়েলমি ১০ প্রো প্লাস ফোনের স্পেসিফিকেশন ও ফিচার (চিনে লঞ্চ হওয়া ভ্যারিয়েন্ট)
- এই ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির AMOLED Curved ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসরও।এছাড়াও রয়েহে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর।
- এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের মোনোক্রম সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- এটি একটি ডুয়াল সিম ৫জি ফোন। এখানে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার।
iQoo Neo 7 SE
আইকিউওও ১১ সিরিজের (iQoo 11 Series) সঙ্গে চিনে লঞ্চ হতে চলেছে আইকিউওও নিও ৭ এসই (iQoo Neo 7 SE) ফোন। জানা গিয়েছে, এই ফোনে থাকতে চলেছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। ২ ডিসেম্বর এই ফোন চিনে লঞ্চের কথা রয়েছে। ওই একইদিনে লঞ্চ হবে আইকিউওও ১১ সিরিজ। সম্প্রতি আইকিউওও নিও ৭ এসই ফোনের একটি টিজার ভিডিও প্রকাশ্যে এসেছে। এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। সেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট থাকবে বলে শোনা গিয়েছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে, ভিভো-র সাব-ব্র্যান্ড আইকিউওও তাদের আর একটি ফোন আইকিউওও ৭এস নিয়েও কাজকর্ম শুরু করেছে। তবে এই ফোন কবে লঞ্চ হতে পারে তা এখনও জানা যায়নি। আইকিউওও নিও ৭ এসই ফোনে থাকতে পারে একটি AMOLED E5 ডিসপ্লে। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। ৮ জিবি এবং ১২ জিবি র্যাম নিয়ে, দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে আইকিউওও নিও ৭ এসই ফোন। Blue, Geometric Black, Pop Orange- এই তিন রঙে লঞ্চ হতে পারে আইকিউওও নিও ৭ এসই ফোন।
আরও পড়ুন- ভারতে 'অনলাইন লার্নিং অ্যাকাডেমি' বন্ধ করতে চলেছে অ্যামাজন