Realme 10 Pro Series: ভারতে কবে লঞ্চ হবে রিয়েলমি ১০ প্রো ৫জি ও রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি ফোন?
Realme Smartphones: ভারতে রিয়েলমি ১০ সিরিজের এই দুই ফোনের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি।
Realme 10 Pro Series: রিয়েলমি ১০ প্রো সিরিজের (Realme 10 Pro Series) দুটো ফোন ভারতে লঞ্চ হতে চলেছে ডিসেম্বর মাসে। শোনা গিয়েছে, রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি (realme 10 Pro Plus 5G) এবং রিয়েলমি ১০ প্রো ৫জি (Realme 10 Pro 5G) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৮ ডিসেম্বর। চলতি মাসেই চিনে লঞ্চ হয়েছে এই দুই ফোন। ভারতে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই দুই ফোন। রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি ফোনে থাকতে চলেছে কার্ভড ডিসপ্লে এবং একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর। অন্যদিকে রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনে থাকতে চলেছে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর। দুটো স্মার্টফোনেই থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়াও ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর এবং একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। ভারতে রিয়েলমি ১০ সিরিজের এই দুই ফোনের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি। ভারতে ৮ ডিসেম্বর বেলা ১২টা ৩০মিনিটে এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
রিয়েলমি ১০ প্রো প্লাস এবং রিয়েলমি ১০ প্রো ৫জি- এই দুই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
চিনের ভ্যারিয়েন্টের সঙ্গে এই দুই ফোনের মিল থাকবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ সাপোর্ট থাকতে পারে। সেই সঙ্গে থাকতে পারে Realme UI 4 সাপোর্ট। এছাড়াও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। তার সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের মোনোক্রোম সেনসর থাকতে পারে। রিয়েলমি ১০ প্র ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা এটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানেও ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। দুটো ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও এই দুই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
Lava Blaze NXT
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Lava Blaze NXT স্মার্টফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। সেখানে এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ধার্য হয়েছে ৯২৯৯ টাকা। লাল এবং সবুজ রঙে লঞ্চ হয়েছে Lava Blaze NXT ফোন। কবে থেকে দেশে এই ফোনের বিক্রি শুরু হবে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। চলতি বছর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল Lava Blaze ফোন। তারই আপডেটেড ভার্সান হিসেবে লঞ্চ হয়েছে Lava Blaze NXT ফোন।
আরও পড়ুন- ভারতে হাজির নয়েজের নতুন ইয়ারবাডস, দাম ২০০০ টাকার কম, রয়েছে নজরকাড়া ফিচার