Realme Phones: রিয়েলমির নতুন ৫জি ফোন কেনা যাবে ২০ হাজার টাকার মধ্যে, কী কী ফিচার রয়েছে ?
Realme 5G Smartphones: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১৪টি ফোন। এই ফোনের দাম এবং ফিচার সম্পর্কে কেনার আগে তথ্য দেখে নিন।

Realme Phones: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১৪টি ৫জি ফোন। এই স্মার্টফোনে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে রিয়েলমির এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের পাবেন ইউজাররা। একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে এই ফোনে এবং তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ। রিয়েলমি ১৪টি ৫জি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ফোন, অর্থাৎ ধুলো এবং জলে এই ডিভাইস সহজে নষ্ট হবে না।
ভারতে রিয়েলমি ১৪টি ৫জি ফোনের দাম, কোথা থেকে এবং কী কী রঙে কেনা যাবে এই ফোন
রিয়েলমি ১৪টি ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট, যার দাম ১৯,৯৯৯ টাকা। তিনটি রঙে (Lightning Purple, Obsidian Black, Surf Green) এই ফোন লঞ্চ হয়েছে ভারতে এবং অনলাইনে তা কেনা যাবে রিয়েলমি ইন্ডিয়া ই-স্টোর এবং ফ্লিপকার্ট থেকে। তবে কবে থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে তা এখনও জানা যায়নি। কোনও অফার থাকবে কিনা ফোনের দামে, সেটাও জানা যায়নি।
রিয়েলমি ১৪টি ফোনে কী কী ফিচার রয়েছে, একনজরে দেখে নিন
- এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- একটি ৬ এনএম অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে এই ফোনে।
- রিয়েলমি ১৪টি ৫জি ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৫ বেসড Realme UI 6- এর সাহায্যে।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসরও রয়েছে।
- আর ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এআই যুক্ত অনেক ক্যামেরা ফিচার রয়েছে এই ফোনে।
- রিয়েলমি ১৪টি ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৪৫ ওয়াটের SuperVOOC চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে।
- কানেক্টিভিটি ভাল রাখার জন্য এই ফোনে ৫জি, ৪জি, ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.৩, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট।
- রিয়েলমির এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসার রয়েছে। এই ফোন ৭.৯৭ মিলিমিটার পুরু এবং ওজন প্রায় ১৯৬ গ্রাম।






















