Realme Earbuds: ১৫০০ টাকার কমে রিয়েলমির নতুন ইয়ারবাডস হাজির ভারতে, সহজে নষ্ট হবে না জলে
Realme Buds T200 Lite: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই যুক্ত কল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে রিয়েলমির এই ইয়ারবাডসে।

Realme Earbuds: সস্তায় ইয়ারবাডস কিনতে চান। রিয়েলমি দিচ্ছে দারুণ সুযোগ। ১৫০০ টাকার কমেই ভারতে লঞ্চ করেছে নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS Earbuds) ইয়ারবাডস। রিয়েলমি বাডস টি২০০ লাইট (Realme Buds T200 Lite) - এই ইয়ারবাডসটি লঞ্চ হয়েছে। এটি একটি স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হওয়ায় জলে সহজে নষ্ট হবে না এই ইয়ারবাডসটি। আগের মডেলের তুলনায় ২৪ শতাংশ বড় ড্রাইভার রয়েছে এই ইয়ারবাডসে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই যুক্ত কল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে রিয়েলমির এই ইয়ারবাডসে। একবার পুরো চার্জ দিলে প্রায় ৪৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে।
রিয়েলমি বাডস টি২০০ লাইট - ভারতে এই ইয়ারবাডসের দাম কত
রিয়েলমির এই ইয়ারবাডসের দাম ১৩৯৯ টাকা। এছাড়াও রয়েছে ২০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট। তার ফলে দাম কমে হচ্ছে ১১৯৯ টাকা। অরোরা পার্পল, স্টর্ম গ্রে, ভল্ট ব্ল্যাক - এই তিনটি রঙে রিয়েলমির এই ইয়ারবাডসটি লঞ্চ হয়েছে দেশে। রিয়েলমি সংস্থার ওয়েবসাইট থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। এছাড়াও অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে।
রিয়েলমি বাডস টি২০০ লাইট - এই ইয়ারবাডসে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- ১২.৪ মিলিমিটারের ডায়নামিক ব্রাস ড্রাইভার রয়েছে এই ইয়ারবাডসে। এছাড়াও রয়েছে ডুয়াল মাইক্রোফোন এবং এআই যুক্ত ডিপ কল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট।
- ব্লুটুথ ৫.৪ কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে। ডিউয়াল ডিভাইস পেয়ারিং টেকনোলজি সাপোর্ট রয়েছে রিয়েলমির এই ইয়ারবাডসে। অর্থাৎ একসঙ্গে দুটো ডিভাইসে এই ইয়ারবাডস যুক্ত করা যাবে।
- কুইক চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে রিয়েলমির এই ইয়ারবাডসে। মাত্র ১০ মিনিট চার্জ দিলে এই ইয়ারবাডস প্রায় ৫ ঘণ্টা চালু থাকার মতো চার্জ হয়ে যায়।
- যেহেতু এই ইয়ারবাডস স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস, তাই রিয়েলমির এই ইয়ারবাডস ওয়ার্ক আউট করার সময় কিংবা হাল্কা বৃষ্টির মধ্যে ব্যবহার করলেও নষ্ট হয়ে যাবে না।
রিয়েলমির আরও একটি ইয়ারবাডস লঞ্চ হয়েছে ভারতে
রিয়েলমি বাডস এয়ার ৭ লঞ্চ হয়েছে ভারতে। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস। একবার পুরো চার্জ দিলে প্রায় ১৩ ঘণ্টা চালু থাকবে রিয়েলমির এই ইয়ারবাডস। আর চার্জিং কেস সমেত এই ইয়ারবাডসে প্রায় ৫২ ঘণ্টা চার্জ থাকবে। রিয়েলমি বাডস এয়ার ৭ একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না এই ইয়ারবাডস। ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি রয়েছে এই ইয়ারফোনে। অর্থাৎ একসঙ্গে এই ইয়ারবাডস, দুটো ডিভাইস সংযুক্ত করা যাবে, ৫২ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার কাজ করবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
