Smartphones Under Rs 10000: মাত্র এক মিনিট চার্জ দিলে এক ঘণ্টা কথা বলা যাবে ফোনে ! দাম ১০ হাজার টাকারও কম
Realme C63 4G: যাঁরা গেম খেলতে পছন্দ করেন তাঁদের জন্য স্মার্টফোনে বড় সাইজের ডিসপ্লে এবং দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখতে পারে এমন শক্তিশালী ব্যাটারি খুবই প্রয়োজনীয়। এই দুই ফিচার পাবেন এই ফোনে।
Smartphones Under Rs 10000: ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে বাজেট স্মার্টফোন (Budget Smartphone)। বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের ফোনের দাম ১০ হাজার টাকার কম হয় (Phones Under Rs 10000)। একাধিক সংস্থা ইতিমধ্যেই ভারতে ১০ হাজার টাকার কম দামে অসংখ্য ফোন লঞ্চ করেছে। এমনকি ৫জি ফোনও রয়েছে ১০ হাজার টাকার কমে (5G Phones Under Rs 10000)। এছাড়াও বিভিন্ন সংস্থা ৪জি ফোন তো রয়েইছে এই তালিকায়। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৬৩ ফোন (Realme C63)। রিয়েলমি সি সিরিজের (Realme C Series) এই ৪জি ফোনের (4G Phone) দাম ১০ হাজার টাকার কম। তবে দাম কম হলেও এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও রয়েছে ৬.৭ ইঞ্চির স্ক্রিন। অর্থাৎ শক্তিশালী ব্যাটারি এবং বড় সাইজের ডিসপ্লের ফোন আপনি কিনতে পারবেন ১০ হাজার টাকার কম দামেই।
সাধারণত যাঁরা গেম খেলতে পছন্দ করেন তাঁদের জন্য স্মার্টফোনে বড় সাইজের ডিসপ্লে এবং দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখতে পারবে এমন শক্তিশালী ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর পাশাপাশি বলা হচ্ছে, রিয়েলমির এই ফোনে মাত্র এক মিনিট চার্জ দিলে নাকি ইউজাররা এক ঘণ্টার জন্য কল-টাইম সাপোর্ট পাবেন। অর্থাৎ এক মিনিট রিয়েলমি সি৬৩ ফোনে চার্জ দিলে ব্যাটারিতে যতটা চার্জ হবে তার সাহায্যে অনায়াসে এক ঘণ্টা ফোনে কথা বলা যাবে। রিয়েলমি এই ১০ হাজার টাকার কম দামের ফোনের ক্যামেরা ফিচারও বেশ ভাল। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। অর্থাৎ ভাল গুণমানের ছবিই উঠবে এই ফোনের ক্যামেরায়।
ভারতে রিয়েলমি সি৬৪ ৪জি ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯। অর্থাৎ বাস্তবে আপনি ৯০০০ টাকারও কমে এই ফোন কিনতে পারবেন। ৩ জুলাই থেকে শুরু হতে চলেছে এই ফোনের বিক্রি। রিয়েলমির এই ফোন অনলাইনে কেনা যাবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। Leather Blue এবং Jade Green- এই দুই রঙে রিয়েলমি সি৬৩ ফোন লঞ্চ হয়েছে ভারতে।
রিয়েলমি সি৬৩ ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন
- একটি অক্টা-কোর Unisoc T612 চিপসেট রয়েছে এই ফোনে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম। এর পরিমাণ ভার্চুয়াল ভাবে ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনের ব্যবহার না হওয়ার স্টোরেজের সাহায্যে র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব।
- এই ফোনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না।
- রিয়েলমি সি৬৩ ফোনে রয়েছে Rainwater Smart Touch- এই প্রযুক্তির সাপোর্ট। এই প্রযুক্তির সাহায্যে আর্দ্র আবহাওয়া কিংবা বৃষ্টির মরশুমে স্বাভাবিক ভাবেই ব্যবহার করা যাবে এই ফোন।
- এই ফোনে এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
আরও পড়ুন- খরচ বাঁচাতে আগেভাগে রিচার্জ করছেন ? এই সংস্থার তাদের নিয়মে আনল বড় বদল
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।