Realme C67 5G: রিয়েলমি 'সি' সিরিজের প্রথম ৫জি ফোন হাজির ভারতে, রয়েছে মিনি ক্যাপস্যুল ২.০ ফিচার, দাম কত?
Realme Smartphone: রিয়েলমি সি৬৭ ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি র্যাম যা ভার্চুয়াল ভাবে আরও ৬ জিবি বৃদ্ধি করা সম্ভব।
Realme C67 5G: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৬৭ ৫জি (Realme C67 5G) ফোন। রিয়েলমি 'সি' সিরিজে (Realme C Series) এই প্রথম ৫জি মডেল লঞ্চ হয়েছে। এই ফোনে ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। রিয়েলমি সি৬৭ ৫জি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় ফোন নষ্ট হওয়ার সম্ভাবনা কম। রিয়েলমির এই ফোনে রয়েছে একটি ৬এনএম মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট এবং Mini Capsule 2.0 সাপোর্ট।
রিয়েলমি সি৬৭ ৫জি ফোনের দাম ভারতে কত
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেল যার দাম ১৪,৯৯৯ টাকা। ১৬ ডিসেম্বর থেকে রিয়েলমির এই ফোনের বিক্রি শুরু হবে দেশের বিভিন্ন রিটেল স্টোরে। এছাড়াও রিয়েলমির ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ফোন। ২০ ডিসেম্বর থেকে অনলাইনে এই ফোন কেনায় ১৫০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা।
রিয়েলমি সি৬৭ ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোনের ব্যাক প্যানেলে রয়েছে Sunny Oasis ডিজাইন। এর ফলে সূর্যালোকের সংস্পর্শে এলে ফোন চকচকে লাগবে।
- রিয়েলমির এই ফোনে Mini Capsule 2.0 ফিচার রয়েছে যা বিভিন্ন নোটিফিকেশন ও অন্যান্য অ্যালার্ট দেখাবে। ফোনের ডিসপ্লের উপর হোল পাঞ্চ কাট আউটের চারপাশে এই ফিচার দেখা যাবে।
- রিয়েলমি সি৬৭ ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি র্যাম যা ভার্চুয়াল ভাবে আরও ৬ জিবি বৃদ্ধি করা সম্ভব। অন্যদিকে ফোনের অনবোর্ড স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট শুটার রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। সংস্থার দাবি, এই ফোনে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ২৯ মিনিট। এই ফোনে রয়েছে স্লিক ডিজাইন। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
আরও পড়ুন- ভারতে রেডমি নোট ১৩ সিরিজ কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার থাকতে পারে?