Realme Note Series: রিয়েলমি নোট সিরিজ লঞ্চ হতে চলেছে, কোন ফোন লঞ্চ হতে পারে এর আওতায়, ফাঁস নতুন ছবি
Realme Smartphones: রিয়েলমি নোট সিরিজে কোন ফোন লঞ্চ হতে চলেছে? আপাতত একটি ছবি সম্ভাব্য ছবি অনলাইনে ফাঁস হয়েছে। আর তা থেকে ফোনের স্পেসিফিকেশন এবং ডিজাইন বোঝার চেষ্টা চলছে।
Realme Note Series: রিয়েলমি তাদের নোট সিরিজ (Realme Smartphones) লঞ্চ করতে চলেছে একথা আগেই ঘোষণা করেছে সংস্থা। শোনা যাচ্ছিল, এই স্মার্টফোন সিরিজের প্রথম মডেল হিসেবে রিয়েলমি নোট ৫০ (Realme Note 50) লঞ্চ হতে পারে। তবে এবার শোনা যাচ্ছে রিয়েলমি নোট সিরিজের প্রথম মডেলের নাম সম্ভব হতে চলেছে রিয়েলমি নোট ১ (Realme Note 1)। এ বিষয়ে বিশদে এবং নিশ্চিত ভাবে কোনও তথ্য জানা যায়নি। এমনকি রিয়েলমি নোট সিরিজ লঞ্চের দিনক্ষণ সম্পর্কেও নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে রিয়েলমির তরফে এক্স মাধ্যমে পোস্ট করে এটা ঘোষণা করা হয়েছে যে রিয়েলমি নোট সিরিজ লঞ্চ হতে চলেছে ভারতে। রিয়েলমি নোট ১- এর একটি সম্ভাব্য ছবি প্রকাশ্যে এসেছে। সেখান থেকে ফোনের সম্ভাব্য ফিচার এবং ডিজাইন সম্পর্কে আন্দাজ করা গিয়েছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে, হয়তো জানুয়ারি মাসেই শেষের দিকে এই ফোন লঞ্চ হতে পারে।
রিয়েলমি নোট ১ ফোনের ফাঁস হওয়া ছবি অনুসারে এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি রেজোলিউশন যুক্ত OLED স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর থাকার কথা রয়েছে। এছাড়াও থাকবে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। রিয়েলমি নোট সিরিজের এই ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এর সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের এবং একটি ২ মেগাপিক্সেলের সেনসর থাকার কথা রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। রিয়েলমি নোট ১ ফোনে ডুয়াল স্পিকার এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকার কথা রয়েছে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, রিয়েলমি নোট ১ ফোন লঞ্চের পরে ইনফিনিক্স নোট ৩০ এবং রেডমি নোট ১৩- এই দুই ফোনের সঙ্গে জোরদার প্রতিযোগিতায় নামবে। ইনফিনিক্স নোট ৩০ ভারতে লঞ্চ হয়েছিল ১৪,৯৯৯ টাকায়। আর রেডমি নোট ১৩ ফোনের দাম শুরু হয়েছিল ১৭,৯৯৯ টাকা থেকে। রিয়েলমি নোট সিরিজের যে মডেল লঞ্চের কথা বলা হচ্ছে, তার দামও উল্লিখিত দুই ফোনের দামের আশপাশেই থাকবে বলে অনুমান করা হচ্ছে। রিয়েলমি নোট ৫০ ৪জি মডেল এই স্মার্টফোন সিরিজের প্রথম মডেল হিসেবে লঞ্চ হতে পারে, একথা আগে শোনা গিয়েছিল। তার দাম ৭০০০ টাকা থেকে ৮০০০ টাকার মধ্যে হবে বলে শোনা যাচ্ছিল।
আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এ৩৪ এবং গ্যালাক্সি এ৫৪- এই দুই ৫জি ফোনের দাম কতটা কমেছে ভারতে?