Realme Phones: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি পি সিরিজের নতুন ৫জি ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে?
Realme P1 Speed 5G: রিয়েলমি পি১ স্পিড ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে।
Realme Phones: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি পি১ স্পিড ৫জি ফোন। এর সঙ্গেই লঞ্চ হয়েছে রিয়েলমি টেকলাইফ স্টুডিও এইচ১ ওয়্যারলেস হেডফোন। রিয়েলমি পি সিরিজের নতুন ৫জি ফোন গেম খেলার জন্য আদর্শ। 'গেমিং ফোকাস' করেই নির্মাণ করা হয়েছে এই ফোন। এখানে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ এনার্জি ৫জি চিপসেট। এছাড়াও রয়েছে ৬০৫০ স্কোয়ার মিলিমিটার আয়তনের স্টেনলেস স্টিলের ভেপার চেম্বার কুলিং এরিয়া। এর সাহায্যে গেম খেলার পর ফোন গরম হলে সেই তাপ তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবং ডিভাইস ঠান্ডা থাকবে। অঘটন ঘটবে না। ফোন খারাপ হওয়ার সম্ভাবনাও কমবে। রিয়েলমি পি১ স্পিড ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে।
ভারতে রিয়েলমি পি১ স্পিড ৫জি ফোনের দাম কত
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৭,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা। সীমিত সময়ের জন্য থাকছে একটি কুপন, যার সাহায্যে এই দুই ফোনের দামে ২০০০ টাকা ছাড় পাওয়া যাবে। দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি পি ইরিজের নতুন ৫জি ফোন। আগামী ২০ অক্টোবর দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে। অনলাইনে কেনা যাবে রিয়েলমি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমারর সংস্থা ফ্লিপকার্ট থেকে।
রিয়েলমি পি১ স্পিড ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে
- ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড UI 5.0- এর সাহায্যে রিয়েলমির নতুন ৫জি ফোন পরিচালিত হবে।
- এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিশন যুক্ত ডিসপ্লে। এর উপরে রয়েছে রেনওয়াটার স্মার্ট টাচ ফিচারের সাপোর্ট। অর্থাৎ ভেজা হাতেও ফোনের ডিসপ্লে ব্যবহার করা সম্ভব হবে।
- ডায়নামিক র্যাম ফিচারের সাহায্যে এই ফোনের র্যামের পরিমাণ ২৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে ভার্চুয়াল ভাবে। এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- রিয়েলমি পি১ স্পিড ৫জি ফোনে কানেক্টিভিটি সাপোর্ট হিসেবে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৪, জিপিএস , ইউএসবি টাইপ-সি পোর্ট এবং আরও অনেক ফিচারের সাপোর্ট রয়েছে।
- এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে। এর পাশাপাশি জানা গিয়েছে, এই ফোন ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না ফোন।
আরও পড়ুন- ভারতে প্রথম ফ্লিপ ফোন লঞ্চ করছে এই সংস্থা, কী কী ফিচার থাকতে পারে?