Realme Phones: ভারতে আসছে রিয়েলমির নতুন ফোন, কোন মডেল কবে লঞ্চ হতে চলেছে?
Realme P3 Pro: ১৭ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে ভারতে রিয়েলমি পি৩ ফোন লঞ্চ হতে পারে। অন্তত ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে রিয়েলমি পি৩ প্রো ফোনে।
Realme Phones: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি পি৩ প্রো ফোন। এই ফোন লঞ্চ হবে রিয়েলমি পি২ প্রো ৫জি ফোনের সাকসেসর হিসেবে। গত বছর সেপ্টেম্বর মাসে রিয়েলমি পি২ প্রো ফোন লঞ্চ হয়েছিল। রিয়েলমি পি৩ প্রো ফোন ভারতে কবে লঞ্চ হবে তা এখনও নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে এই ফোন সম্ভবত ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হবে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। শোনা যাচ্ছে, ২৬ ফেব্রুয়ারির মধ্যে রিয়েলমি পি৩ প্রো ফোন ভারতে লঞ্চ হবে। কোন র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে রিয়েলমির এই নতুন ফোন লঞ্চ হবে সেই সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। ১৭ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে ভারতে রিয়েলমি পি৩ ফোন লঞ্চ হতে পারে। অন্তত ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে রিয়েলমি পি৩ প্রো ফোনে।
রিয়েলমি পি৩ আলট্রা ফোন
শোনা গিয়েছে, জানুয়ারি মাসের শেষদিকে ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি পি৩ আলট্রা ফোন। ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে রিয়েলমির এই ফোন লঞ্চ হতে পারে। এবার শোনা গেল ফেব্রুয়ারি মাসে রিয়েলমি পি৩ প্রো ফোনও ভারতে লঞ্চ হতে চলেছে। তবে এই স্মার্টফোন সিরিজের বেস মডেল অর্থাৎ রিয়েলমি পি৩ ফোনের ভারতে লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি এখনও। প্রসঙ্গত উল্লেখ্য, রিয়েলমি পি৩ প্রো ফোনের নাম ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে দেখা গিয়েছে। অতএব এটা স্পষ্ট যে এই ফোন ভারতে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই।
রিয়েলমি পি২ প্রো ফোন
গত বছর অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে রিয়েলমি পি২ প্রো ফোন লঞ্চ হয়েছিল ভারতে। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৭,৯৯৯ টাকা। রিয়েলমি পি২ প্রো ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর। এছাড়াও রয়েছে ৫২০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট। এই ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস থ্রিডি কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।