Realme X7 Max 5G : বাকিদের থেকে কোথায় আলাদা ? বাজারে রিয়েলমির নতুন ফোন
সব জল্পনার অবসান। বাজারে এল Realme X7 Max 5G। ফোনের দাম শুরু ২৬,৯৯৯ টাকা থেকে। কী থাকছে রিয়েলমির এই নুতন মডেলে ?
নয়া দিল্লি: সব জল্পনার অবসান। বাজারে এল Realme X7 Max 5G। ফোনের দাম শুরু ২৬,৯৯৯ টাকা থেকে। কী থাকছে রিয়েলমির এই নুতন মডেলে ?
ভারতের মোবাইল মার্কেটে নয়া সংযোজন। সোমবারই দেশের মোবাইল বাজারে আত্মপ্রকাশ ঘটল Realme X7 Max 5G-র। তিনটে রেয়ার ক্যামেরার সঙ্গে ডাইমেনসিটি ১২০০ চিপসেট দেওয়া হয়েছে ফোনে। রয়েছে ১২০ হার্টজের রিফ্রেশ রেট। ফলে ডিসপ্লের ক্ষেত্রে চিন্তার কারণ নেই ক্রেতার। তবে ফোন বাদেও ৪৩ ও ৫০ ইঞ্চির ফোরকে টিভি এনেছে কোম্পানি। যাতে ডলবি ভিশন ছাড়াও রয়েছে ডলবি অ্যাটমোসের ফিচার।
Realme X7 Max 5G ও Realme স্মার্ট টিভির দাম
ভারতের বাজারে Realme X7 Max 5G-র ৮জিবি ১২৮ জিবির দাম রাখা হয়েছে ২৬,৯৯৯ টাকা। সেখানে ১২ জিবি ২৫৬ জিবির দাম ধরা হয়েছে ২৯,৯৯৯টাকা। মিল্কি ওয়ে ,মারকারি সিলভার ও কালো রঙে আনা হয়েছে রিয়েলমির নতুন ফোন। ফ্লিপকার্টে ৪জুন বেলা ১২টার থেকে শুরু হবে ফোনের বিক্রি। এ ছাড়াও Realme.com ও অফলাইনে পাওয়া যাবে এই ফোন। মনে করা হচ্ছে, ওয়ানপ্লাস নর্ড ও মি ১১এক্স -এর সঙ্গে প্রতিযোগিতার জন্যই নতুন এই মডেল বাজারে আনল রিয়েলমি।
তবে সবথেকে চমক রয়েছে ৪কে টিভিতে। ২৭,৯৯৯ টাকায় ৪৩ ইঞ্চির ৪কে টিভি পাচ্ছেন ক্রেতা। ৫০ ইঞ্চির ৪কে টিভি পেতে দিতে হবে ৩৯,৯৯৯ টাকা। একই দিনে শুরু হচ্ছে এই টিভির সেল।
Realme X7 Max 5G-র স্পেসিফিকেশন
অ্যান্ড্রয়েড ১১-এর সঙ্গে মি ইউজার ইন্টারফেস ২.০ রয়েছে নতুন এই ফোনে। কোম্পানি ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড স্ক্রিনের সঙ্গে দিয়েছে ১২০ হার্টসের রিফ্রেশ রেট। নতুন মডেল রয়েছে ১০০০ নিটসের সর্বোচ্চ উজ্জ্বলতা। ফোনে অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর দিয়েছে রিয়েলমি। অনেকদিন ধরেই এই চিপসেট নিয়ে চর্চা চলছিল বাজারে। গেমারদের জন্য সুখবর, ফোনে ৫০ শতাংশ ঠান্ডা করার ক্ষমতা বেড়েছে। ফলে হাই পাওয়ার গেমের সময় সেট গরম হওয়ার সম্ভাবনা কম।
ক্যামেরা কেমন ফোনের ?
তিনটে রেয়ার ক্যামেরার মধ্যে দেওয়া হয়েছে ৬৪ মেগাপিক্সলের মেইন সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসাবে রয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড শ্যুটার। এছাড়াও ম্যাক্রো সেন্সিংয়ের কাজ করবে ২ মেগাপিক্সেলের ক্যামেরা। ভালো সেলফি তোলার জন্য কোম্পানি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে নতুন মডেলে। এ ছাড়াও ফোনে রয়েছে ৫০০০এমএএইচের ব্যাটারি। সঙ্গে ৫০ ওয়াটের সুপার ডার্ট ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। যদিও বক্স প্যাকে ৬৫ ওয়াটের চার্জার পাবেন ক্রেতা।