Redmi 10 2022: শাওমির ভারতীয় ওয়েবসাইটে রেডমি ১০ ২০২২ ফোনের নাম, দ্রুত লঞ্চের সম্ভাবনা
Redmi Smartphone: গ্লোবাল মার্কেটে আগেই লঞ্চ হয়েছে। এবার ভারতে লঞ্চ হতে পারে রেডমি ১০ ২০২২ ফোন।
Redmi Smartphone: রেডমি ১০এ স্পোর্ট (Redmi 10A Sport) ফোন সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতে। এবার শাওমি ইন্ডিয়ার (Xiaomi India) ওয়েবসাইটে আরও একটি রেডমি (Redmi Smartphone) ফোনের নাম দেখা গিয়েছে। রেডমি ১০ ২০২২ (Redmi 10 2022) ফোনের নাম দেখা গিয়েছে শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইটে। অনুমান করা হচ্ছে, তাড়াতাড়িই এই স্মার্টফোন ভারতে লঞ্চ হবে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, শাওমি সংস্থা তাদের রেডমি ১০ ২০২২ ফোন চলতি বছর ফেব্রুয়ারি মাসেই আন্তর্জাতিক বাজারে লঞ্চ করেছিল। এটি একটি অ্যাফোর্ডেবল স্মার্টফোন। অর্থাৎ দাম সাধ্যের মধ্যেই থাকবে। আর দামে অনুপারে যথেষ্ট ভাল ফিচারও থাকবে এই ফোনে। এছাড়াও জানা গিয়েছে এই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইটে রেডমি ১০ ২০২২ ফোনের নাম দেখা গিয়েছে। তবে এই ফোন ভারতে কবে লঞ্চ হবে, দাম কত হতে পারে, কী কী ফিচার ও স্পেসিফিকেশন থাকতে পারে তা জানা যায়নি।
রেডমি ১০ ২০২২ ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের রঙ এবং র্যাম ও স্টোরেজ কনফিগারেশন
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে গ্লোবাল মার্কেটে Carbon Grey, Pebble White, Sea Blue- এই তিনটি রঙে লঞ্চ হয়েছিল রেডমি ১০ ২০২২ ফোন। রেডমির এই বাজেট ফোন ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ও ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল।
রেডমি ১০ ২০২২ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন (গ্লোবাল ভ্যারিয়েন্ট)
- এই ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- সুরক্ষার জন্য ডিসপ্লের উপর রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩।
- অ্যান্ড্রয়েড ১১ এবং MIUI 12.5- এর সাহায্যে পরিচালিত হয় ফোন।
- ৫০ মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। আর ফোনে ডিসপ্লের উপর রয়েছে সেলফি ক্যামেরা।
- রেডমি ১০ ২০২২ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ও ৯ ওয়াটের রিভার্স চার্জিং (ওয়্যারড) সাপোর্ট রয়েছে।
- ওয়াই-ফাই এবং ব্লুটুথ ভি৫.১ কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে রেডমির এই ফোনে। এছাড়াও রয়েছে ডুয়াল স্পিকার এবং একটি ৩.৫ মিলিমিটাররে হেডফোন জ্যাক।
আরও পড়ুন- মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Motorola Razr 2022, দেখে নিন এই ফোনের সম্ভাব্য ফিচার