Redmi 12 Series: লঞ্চের দিনেই বাজিমাত! ৩ লক্ষেরও বেশি বিক্রি হল রেডমি ১২ সিরিজের ফোন
Redmi Smartphone: রেডমি ওয়েবসাইট, Mi Home, অ্যামাজন, ফ্লিপকার্ট এবং শাওমির পার্টনার রিটেল স্টোর থেকে রেডমি ১২ ৪জি এবং রেডমি ১২ ৫জি- এই দুই ফোন কেনা যাবে।
Redmi 12 Series: ভারতে কিছুদিন আগেই লঞ্চ হয়েছে রেডমি ১২ সিরিজ (Redmi 12 Series)। এই স্মার্টফোন সিরিজে রেডমি ১২ ৪জি (Redmi 12 4G) এবং রেডমি ১২ ৫জি (Redmi 12 5G) ফোন লঞ্চ হয়েছিল। লঞ্চের পর প্রথম দিনেই ৩ লক্ষেরও বেশি ফোন বিক্রি হয়েছে। সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে এসেছে। এই দুই ফোন বাজেট রেঞ্জের ডিভাইস। এবার একনজরে দেখে নেওয়া যাক রেডমি ১২ ৪জি এবং রেডমি ১২ ৫জি, এই দুই ফোনের দাম এবং ফিচার ও স্পেসিফিকেশন।
ভারতে রেডমি ১২ ৪জি এবং রেডমি ১২ ৫জি ফোনের দাম
রেডমি ১২ ৪জি ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৮৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা।
রেডমি ১২ ৫জি ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৪৯৯ টাকা। আর এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯৯ টাকা।
রেডমি ওয়েবসাইট, Mi Home, অ্যামাজন, ফ্লিপকার্ট এবং শাওমির পার্টনার রিটেল স্টোর থেকে এই দু'টি ফোন কেনা যাবে।
রেডমি ১২ ৪জি এবং রেডমি ১২ ৫জি- এই দুই ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই দুই ফোনেই রয়েছে ৬.৭৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এর উপরে সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন। অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট রয়েছে রেডমি ১২ সিরিজের এই দুই ফোনে। MIUI 14 out-of-the-box এর সাহায্যে পরিচালিত হবে ফোন দু'টি।
- রেডমি ১২ ৪জি ফোনের র্যাম ১২ জিবি পর্যন্ত এবং রেডমি ১২ ৫জি ফোনের র্যাম ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে ভার্চুয়াল র্যাম এক্সটেনশন সাপোর্টের সাহায্যে। রেডমি ১২ ৫জি ফোনের স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে।
- রেডমি ১২ ৪জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেনসর (আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স), ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর।
- রেডমি ১২ ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের সেনসর (ম্যাক্রো লেন্স)।
- রেডমি ১২ ৪জি এবং রেডমি ১২ ৫জি- দুটো ফোনেই রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের গ্রুপে আসছে 'অ্যাডমিন রিভিউ' ফিচার, কীভাবে কাজ করবে?