Redmi Smartphones: কী কী ফিচার থাকতে পারে রেডমি এ৩ ফোনে? কেন কিনবেন এই স্মার্টফোন?
Redmi A3: ডুয়াল ক্যামেরা ইউনিট থাকতে পারে রেডমি এ৩ ফোনে। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ক্যামেরা সেনসর থাকতে পারে। ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার সেনসর থাকতে পারে।
Redmi Smartphones: রেডমি এ২ (Redmi A2) ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে রেডমি এ৩ (Redmi A3)। আনুষ্ঠানিক ভাবে রেডমি 'এ' সিরিজের (Redmi A Series Phone) এই ফোন লঞ্চের দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। তবে রেডমি এ৩ ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই ফোন পরিচালিত হবে একটি মিডিয়াটেক প্রসেসরের সাহায্যে। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ। রেডমি এ৩ ফোনে একটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। রেডমি এ৩ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
আপাতত আফ্রিকার কিছু রিটেল আউটলেটে এই ফোন দেখা গিয়েছে। কবে গ্লোবাল মার্কেটে এবং ভারতে এই ফোন লঞ্চ হবে সেই সম্পর্কে নিশ্চিত ভাবে কোনও তথ্যই এখনও জানা যায়নি। কালো, নীল এবং ফরেস্ট গ্রিন- এই তিন রঙে রেডমি এ৩ ফোন লঞ্চ হতে পারে। ডিসপ্লের উপরের দিকে মাঝ বরাবর থাকরে পারে সেলফি ক্যামেরা সেনসর, একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচের মধ্যে। এ যাবৎ রেডমি এ৩ ফোন সম্পর্কে যেসব তথ্য প্রকাশ্যে এসেছে, সেই অনুসারে এই ফোনের ডুয়াল সিমের সাপোর্ট থাকতে পারে। অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্টে এই ফোন পরিচালিত হতে পারে। ৬.৭১ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশনের এলসিডি স্ক্রিন থাকতে পারে রেডমি এ২ ফোন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোনের ইনবিল্ট ৪ জিবি র্যামের পরিমাণ ভার্চুয়াল র্যাম ফিচারের মাধ্যমে ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
ডুয়াল ক্যামেরা ইউনিট থাকতে পারে রেডমি এ৩ ফোনে। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ক্যামেরা সেনসর থাকতে পারে। ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার সেনসর এবং আরও একটি সেকেন্ডারি সেনসর থাকতে পারে এই ফোনে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। রেডমি 'এ' সিরিজের এই ফোনে ৬৪ জিবি স্টোরেজ থাকার কথা রয়েছে। কানেক্টিভিটি অপশন হিসেবে রেডমি এ৩ ফোনে ৪জি, ওয়াই-ফাই 2.4GHz, ব্লুটুথ ৫.০, জিপিএস, মাইক্রো ইউএসবি পোর্ট, Glonass, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক থাকতে পারে। ফোনের ওজন হতে পারে প্রায় ১৯২ গ্রাম।
আরও পড়ুন- ভারতে লঞ্চের পর কোথা থেকে কেনা যাবে নাথিং ফোন ২এ? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?