Redmi K50i 5G: রেডমি কে৫০আই ৫জি ফোন কোথা থেকে কিনবেন? দেখুন সম্ভাব্য দাম
Redmi K50i 5G Phone: আগামী ২০ জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি কে৫০আই ৫জি ফোন। রেডমি নোট ১১টি প্রো ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে এই ফোন।
![Redmi K50i 5G: রেডমি কে৫০আই ৫জি ফোন কোথা থেকে কিনবেন? দেখুন সম্ভাব্য দাম Redmi K50i 5G to Be Available on Amazon Price Leaked Ahead of July 20 Launch Know Details Redmi K50i 5G: রেডমি কে৫০আই ৫জি ফোন কোথা থেকে কিনবেন? দেখুন সম্ভাব্য দাম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/08/c19f450be902991f8e3a3d1150620e931657244550_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: রেডমি কে৫০আই ৫জি (Redmi K50i 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২০ জুলাই। শোনা যাচ্ছে, ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon) থেকে এই ফোন কেনা যাবে। ভারতে এই ফোনের দাম কত হতে পারে সেই প্রসঙ্গেও তথ্য প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, রেডমি কে৫০আই ৫জি ফোন আসলে রেডমি নোট ১১টি প্রো (Redmi Note 11T Pro) মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। চলতি বছরের শুরুর দিকে চিনে এই ফোন লঞ্চ হয়েছিল। অন্যদিকে শোনা গিয়েছে, রেডমি কে৫০আই ৫জি ফোন ভারতে দুটো ভ্যারিয়েন্টে এবং তিনটি রঙে লঞ্চ হতে পারে।
আগামী ২৩ জুলাই ভারতে শুরু হচ্ছে অ্যামাজন প্রাইম ডে সেল। ২৪ জুলাই পর্যন্ত চলবে এই সেল। অনুমান করা হচ্ছে রেডমি কে৫০আই ৫জি ফোন এই সেলে পাওয়া যাবে। সেখানে হয়তো বেশ কিছুটা ছাড়ও পাওয়া যেতে পারে এই ফোনের দামে। তবে এই ব্যাপারে নির্দিষ্ট ভাবে এখনও কিছু জানা যায়নি।
ভারতে রেডমি কে৫০আই ৫জি ফোনের সম্ভাব্য দাম
৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ, এই দুই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হতে পারে রেডমি কে৫০আই ৫জি ফোন। বেস ভ্যারিয়েন্টের দাম ২৪ থেকে ২৮ হাজার টাকার মধ্যে হতে পারে। নির্দিষ্ট দাম ২৬,৯৯৯ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আর একটি ভ্যারিয়েন্টের দাম ২৯ থেকে ৩৩ হাজার টাকার মধ্যে হতে পারে। নির্দিষ্ট দাম ৩১,৯৯৯ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। ২২ জুলাই থেকে রেডমি কে৫০আই ৫জি ফোনের বিক্রি শুরু হবে বলে শোনা গিয়েছে। অ্যামাজন ইন্ডিয়ার পাশাপাশি এমআই স্টোর এবং অন্যান্য রিটেল পার্টনারের থেকে এই ফোনে কেনা যাবে। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে কেনাকাটা করলে ছাড় পাবেন ক্রেতারা। Quick Silver, Phantom Blue, Stealth Black- এই তিন রঙে ভারতে লঞ্চ হতে পারে রেডমি কে৫০আই ৫জি ফোন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)