Redmi Note 10S : ঘড়ির সঙ্গে আসছে Redmi Note 10S, কত দাম ফোনের ?
ভারতীয় বাজারে আত্মপ্রকাশের আগেই স্পেসিফিকেশন ফাঁস Redmi Note 10S-এর। গুগলের তালিকায় চলে এল ফোনের স্পেসিফিকেশন। চলতি সপ্তাহেই ভারতে রেডমি ঘড়ির সঙ্গে বাজারে আসতে চলেছে এই ফোন।
নয়া দিল্লি : ভারতীয় বাজারে আত্মপ্রকাশের আগেই স্পেসিফিকেশন ফাঁস Redmi Note 10S-এর। গুগলের তালিকায় চলে এল ফোনের স্পেসিফিকেশন। চলতি সপ্তাহেই ভারতে রেডমি ঘড়ির সঙ্গে বাজারে আসতে চলেছে এই ফোন।
সম্প্রতি মাই স্মার্ট প্রাইস সাইট প্রথম গুগল সাপোর্টেড ডিভাইস লিস্টে Redmi Note 10S-এর স্পেসিফিকেশন দেখে। পরে গুগল প্লে কনসোল তালিকাতেও রেডমি ফোনের গোপন তথ্য পাওয়া যায়। এই গোপন তথ্য বলছে, নতুন ফোনে ৬ জিবি RAM ও অ্যান্ড্রয়েড ১১ থাকছেই। সঙ্গে মিডিয়াটেকের হিলিও জি-৯৫ থাকছে ফোনে। ১৩ মে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ ঘটতে চলেছে Redmi Note 10S-এর। কদিন আগেই এই ফোনের টিজার ছেড়েছিল কোম্পানি। Redmi10-এর ভ্যারিয়েন্ট হিসাবেই এই ফোন আনছে রেডমি।
Redmi Note 10S-এর দাম ও স্পেসিফিকেশন
কেমন হবে রেডমির নতুন এই ফোন ? গোপন তথ্য বলছে, রেডমির নতুন এই ফোনে থাকবে মিইউআই ১২.৫-এ। ব্লু, ডার্ক গ্রে ও হোয়াইট তিন রঙে পাওয়া যাবে ফোন। রেডমি ১০-এর রেঞ্জে রাখা হতে পারে ফোনের দাম। ১২,৪৯৯ টাকা বা তার সামান্য বেশি দাম হতে পারে ফোনের। সুপার ডিসপ্লের পাশাপাশি হাই অডিও সেট আপ থাকবে নতুন এই মডেলে।
তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ফোন আনতে চলেছে কোম্পানি। যার মধ্যে ৬ জিবি, ৬৪ জিবির পাশাপাশি ৬ জিবি, ১২৮ জিবির স্টোরেজ মডেল আনছে কোম্পানি। সঙ্গে থাকবে ৮ জিবি, ১২৮ জিবির মডেল। মিডিয়াটেকের হিলিও জি-৯৫ প্রসেসর থাকতে পারে Redmi Note 10S মডেলে। ৬.৪ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড প্যানেল থাকবে ওই ফোনে। পাঞ্চ হোল ডিসপ্লের পাশাপাশি থাকবে ৫০০০ এমএএইচ-এর ব্যাটারি। সঙ্গে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং।
Redmi Note 10S-এর আত্মপ্রকাশ
চিনা সংস্থার তরফে জানানো হয়েছে, ভার্চুয়াল আত্মপ্রকাশ ঘটবে এই ফোনের। বেলা ১২টার পর শাওমির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে ফোনের ডিটেলস। কিছুদিন আগেই কোম্পানির টুইটার অ্যাকাউন্টে টিজার লঞ্চ হয়েছে। যেখানে বক্সের ওপর ফোনের স্পেসিফিকেশন লেখা রয়েছে। যা দেখে মনে করা হচ্ছিল, Redmi Note 10S আনছে চিনা সংস্থা।
ক্যামেরা সেট-আপ কী থাকছে ?
নতুন মডেলে থাকবে ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর। পাশাপাশি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে ফোনে। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সলের ম্যাক্রো শুটার ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। ভাল সেলফির জন্য ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে কোম্পানি।