Redmi Note 12 Pro Plus: ভারতে শাওমি ১২আই হাইপারচার্জ নামে লঞ্চ হতে পারে রেডমি নোট ১২ প্রো প্লাস ফোন
Smartphone: শোনা গিয়েছে, শাওমি ১২আই হাইপারচার্জ ফোনে থাকতে চলেছে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ২০২৩ সালের শুরুর দিকে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে।
Xiaomi 12i Hypercharge: রেডমি গত সপ্তাহে চিনে লঞ্চ করেছে রেডমি নোট ১২ সিরিজ (Redmi Note 12 Series)। এই স্মার্টফোন সিরিজে রয়েছে রেডমি নোট ১২, রেডমি নোট ১২ প্রো, রেডমি নোট ১২ প্রো প্লাস এবং রেডমি নোট ১২ এক্সপ্লোরার এডিশন। ভারতেও এই স্মার্টফোনগুলি লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। সম্প্রতি শোনা গিয়েছে রেডমি নোট ১২ প্রো প্লাস ফোন ভারতে লঞ্চ হতে পারে অন্য নাম নিয়ে। এই ফোন শাওমি ১২আই হাইপারচার্জ (Xiaomi 12i Hypercharge) নাম নিয়ে ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নোকিয়ার নতুন ৫জি ফোন নোকিয়া জি৬০ ৫জি (Nokia G60 5G) ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। ৮ নভেম্বর থেকে নোকিয়ার এই ৫জি ফোনের বিক্রি শুরু হবে ভারতে।
শোনা গিয়েছে, শাওমি ১২আই হাইপারচার্জ ফোনে থাকতে চলেছে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ২০২৩ সালের শুরুর দিকে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। এবার দেখে নেওয়া যাক শাওমি ১২আই হাইপারচার্জ ফোনে কী কী ফিচার থাকতে পারে। এই ফোন আসলে রেডমি নোট ১২ প্লাস ফোনের রিব্র্যান্ডেড ভার্সান।
শাওমি ১২আই হাইপারচার্জ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার
- শাওমির এই ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে থাকতে পারে। এর রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ চিপসেট।
- শাওমি ১২আই হাইপারচার্জ ফোনে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
- এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
শাওমি ১২আই হাইপারচার্জ ফোনের ভারতে দাম
ভারতে শাওমি ১২আই হাইপারচার্জ ফোনের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি। তবে শাওমি ১১আই ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল ২৪,৯৯৯ টাকায়। অন্যদিকে শাওমি ১১আই হাইপারচার্জ ৫জি ফোন দেশে লঞ্চ হয়েছিল ২৬,৯৯৯ টাকায়।
আরও পড়ুন- নোকিয়ার নতুন ৫জি ফোন নোকিয়া জি৬০ ৫জি লঞ্চ হয়েছে ভারতে, দাম কত?