Samsung Offer: স্যামসাংয়ের ফোনে বড় সুযোগ, ৩১ ডিসেম্বর পর্যন্ত এই পরিষেবা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে
Samsung Galaxy: সব ফোনের জন্য এই সুযোগ পাওয়া যাবে না। কেবলমাত্র স্যামসাংয়ের গ্যালাক্সি এস২২ আল্ট্রা, গ্যালাক্সি এস২১ এবং গ্যালাক্সি এস২১ এফই মডেলে (Samsung Galaxy) এই সুযোগ বা অফার পাওয়া যাবে।
Samsung Mobile: স্যামসাং তার ব্যবহারকারীদের জন্য একটা বড় সুযোগ নিয়ে এসেছে। কিছু কিছু স্মার্টফোনের মডেলের জন্য বিনামূল্যে নষ্ট হয়ে যাওয়া ডিসপ্লে বদলে দেওয়ার সুযোগ দিচ্ছে স্যামসাং। আপনি যদি স্যামসাং ফোন ব্যবহার করেন এবং সেই ফোনের স্ক্রিন ডিসপ্লেতে (Samsung Offer) সবুজ রঙের রেখা দেখা যায় পরপর, তাহলে সেই ডিসপ্লে বদলে দেবে স্যামসাং (Samsung Galaxy) সংস্থা, তাও কোনো টাকা ছাড়াই।
কোন কোন ফোনের জন্য সুযোগ
তবে সব ফোনের জন্য এই সুযোগ পাওয়া যাবে না। কেবলমাত্র স্যামসাংয়ের গ্যালাক্সি এস২২ আল্ট্রা, গ্যালাক্সি এস২১ এবং গ্যালাক্সি এস২১ এফই মডেলে (Samsung Galaxy) এই সুযোগ বা অফার পাওয়া যাবে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পাওয়া যাবে এই সুযোগ। আর এই সুযোগ (Samsung Offer) পেতে চাইলে নিকটবর্তী স্যামসাংয়ের স্টোরে যেতে হবে আপনাকে।
বিনামূল্যে স্ক্রিন বদল
বিনামূল্যে স্ক্রিন ডিসপ্লে (Samsung Offer) বদলানোর জন্য আপনাকে জমা দিতে হবে সেই ফোনের বিল, এ থেকেই বোঝা যাবে আপনি এই ফোনের মালিক কিনা এবং ঠিক কত বছর আগে সেই ফোন কেনা হয়েছে। এই ডিসপ্লে বিনামূল্যেই বদলে দেওয়া হবে, তবে কিছু টাকা সার্ভিস চার্জ দাবি করা হতে পারে বলে জানানো হয়েছে।
অ্যামোলেড প্যানেল সহ ফোনে সমস্যা দেখা যাচ্ছে
অ্যামোলেড প্যানেল সহ স্মার্টফোনগুলিতে (Samsung Galaxy) গ্রিন লাইনের সমস্যা দেখা যাচ্ছে। ওয়ান প্লাস এবং স্যামসাংয়ের মত ব্র্যান্ডগুলিতে এই সমস্যা দেখা যাচ্ছে। আর এই সমস্যার কারণে এই ব্র্যান্ডগুলিকে তাদের পরিষেবা নীতি বদল করতে হয়েছে। আর আপনার ফোনে যদি এই সমস্যা দেখা যায়, তাহলে আপনার জন্য এই সুযোগ কার্যকর হতে হবে।
গ্যালাক্সি এস২৫ লঞ্চ হবে শীঘ্রই
স্যামসাং গ্যালাক্সির এস২৫ সিরিজ খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী স্যামসাং জানুয়ারিতেই তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবং অ্যান্ড্রয়েড ১৫ ভার্সনের ফোন আনতে চলেছে। যে সময়ে এই ফোন বাজারে আনার কথা, তার আগেই বাজারে লঞ্চ হওয়ার কথা এই স্যামসাংয়ের নতুন ফোন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Mobile Tariff: রিচার্জের খরচ বাড়াতেই গ্রাহক কমল ১ কোটিরও বেশি, বিপাকে জিও-এয়ারটেল-ভোডাফোন ?