Samsung Galaxy A Series: চারটের পরিবর্তে ৩টি ক্যামেরা ! স্যামসাং আনছে নতুন গ্যালাক্সি সিরিজ
Samsung Upcoming Phones: চারটে ক্যামেরার পরিবর্তে পাবেন তিনটি ক্যামেরা। নতুন এ সিরিজের ফোনে ডেপথ সেন্সর সেটআপ সরিয়ে দিতে চলেছে স্যামসাং (Samsung)।
Samsung Upcoming Phones: চারটে ক্যামেরার পরিবর্তে পাবেন তিনটি ক্যামেরা। নতুন এ সিরিজের ফোনে ডেপথ সেন্সর সেটআপ সরিয়ে দিতে চলেছে স্যামসাং (Samsung)। এবার থেকে Galaxy A সিরিজের স্মার্টফোনে কোয়াডের পরিবর্তে ট্রিপল ক্যামেরা সেটআপ দেবে কোম্পানি। আগামী বছর ২০২৩ সালের শুরুতেই বিশ্ব বাজারে দেখা যেতে পারে এই ফোন
Samsung New Series: Galaxy A23, Galaxy A34 ও Galaxy A54 স্মার্টফোনগুলি 2023 সিরিজে লঞ্চ হতে পারে। কোম্পানি ট্রিপল ক্যামেরা সেটআপ সহ এই তিনটি স্মার্টফোন অফার করতে পারে। এই স্মার্টফোনগুলির পিছনের ক্যামেরা সেটআপে শুধুমাত্র ওয়াইড অ্যাঙ্গেল, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ও ম্যাক্রো সেন্সর থাকবে। রিপোর্ট বলছে, কোম্পানি তিনটি স্মার্টফোন Galaxy A23, Galaxy A34 ও Galaxy A54-এ 50 MP প্রধান ব্যাক ক্যামেরা, 8 MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও 5 MP ম্যাক্রো ক্যামেরা দিতে পারে। Samsung আগামী বছরের জন্য এই নতুন Galaxy A সিরিজের স্মার্টফোনগুলির 60 মিলিয়নেরও বেশি ইউনিট প্রস্তুত করছে।
Samsung Upcoming Phones: কবে আসবে নতুন সিরিজ ?
Samsung আগামী বছর এই নতুন সিরিজ কবে লঞ্চ করবে তা জানায়নি। তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy A34 মার্চে ও Galaxy A54 এপ্রিলে আনতে পারে। মার্কেট রিসার্চ সংস্থা ট্রেন্ডফোর্স জানিয়েছে, ব্যবহারকারীরা খুব কমই ডেপথ সেন্সর ক্যামেরা ব্যবহার করেন। এই কারণে স্যামসাং-এর মতো ব্র্যান্ড তাদের আসন্ন স্মার্টফোনগুলি থেকে ডেপথ ক্যামেরাগুলি সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এই সিদ্ধান্তের ফলে ফোনের দামও কমাতে পারে কোম্পানি। রিপোর্ট সত্যি হলে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের নতুন স্মার্টফোনগুলো বর্তমান স্মার্টফোনের তুলনায় সস্তা হতে পারে। ডেপথ সেন্সর কমিয়েই এই দাম কমানোর পরিকল্পনা করছে স্যামসাং।