Samsung Galaxy A13, A23 এল ভারতে, মিডরেঞ্জ স্মার্টফোনের বাজারে বড় বাজি স্যামসাঙের
Samsung ভারতে তাদের 2 নতুন মিডরেঞ্জ স্মার্টফোন Samsung Galaxy A13 ও Galaxy A23 4G লঞ্চ করেছে। দুটি ফোনেই ফুল HD+ ডিসপ্লে রয়েছে।
Samsung ভারতে তাদের 2 নতুন সস্তার স্মার্টফোন Samsung Galaxy A13 ও Galaxy A23 4G লঞ্চ করেছে। দুটি ফোনেই ফুল HD+ ডিসপ্লে রয়েছে। পাবেন গুগলের অ্যান্ড্রয়েড 12 সংস্করণ। দুই ডিভাইসে একটি অক্টাকোর প্রসেসর রয়েছে। ভাল ছবির জন্য ফোনে পাবেন কোয়াড রেয়ার ক্যামেরা সিস্টেম।
Samsung Galaxy A13-এর ফিচার ও স্পেকস
Samsung Galaxy A13-এ কর্নিং গরিলা গ্লাস 5 সুরক্ষা সহ একটি 6.6-ইঞ্চি TFT LCD ডিসপ্লে রয়েছে। এটি Exynos 850 চিপসেটে চলে। যা Mali G52 MP1 GPU এর সাথে যুক্ত। এতে 6GB পর্যন্ত RAM ও 128GB অভ্যন্তরীণ স্টোরেজ রয়েছে।
Samsung Galaxy A13: কী ক্যামেরা রয়েছে ফোনে
ক্যামেরার কথা বললে, এতে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনে পাবেন 50 মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা। 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ও একটি ডেপথ সেন্সর পাবেন এই মোবাইলে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে একটি 8-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এতে পাবেন একটি 5000mAh ব্যাটারি। যা 25W দ্রুত চার্জিং সাপোর্ট করে। তবে ব্যবহারকারীরা বক্সের সঙ্গে কেবল 15W চার্জার পাবেন৷
Samsung Galaxy A23-এর বৈশিষ্ট্য ও ফিচার
Samsung Galaxy A23-এ একটি 6.6-ইঞ্চি TFT LCD ডিসপ্লে রয়েছে। তবে কোন চিপসেট আছে তা কোম্পানি এখনও জানায়নি। তবে বলা হয়েছে, Galaxy A23-তে একটি অক্টাকোর প্রসেসর থাকবে। কোম্পানি এর 2টি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। একটি হল 6GB RAM ও 128GB স্টোরেজ ও অন্যটি হল 8GB RAM ও 128GB স্টোরেজ মডেল। যা মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানো যাবে। এতে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনে পাবেন 50 মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা। 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ছাড়াও একটি ডেপথ সেন্সর রয়েছে ফোনে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এটিতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে যা 25W পর্যন্ত দ্রুত চার্জিং সাপোর্ট করে৷
Samsung Galaxy Phones: কত দাম ফোনগুলির
Samsung Galaxy A13-এ 4+64 ভ্যারিয়েন্টের দাম 14999 টাকা, 4+128 ভ্যারিয়েন্টের দাম 15999 টাকা ও 6+128 ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 17499 টাকা। একই সময়ে Samsung Galaxy A23 6 GB ভ্যারিয়েন্টের দাম 19499 টাকা ও 8 GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 20999 টাকা।
Samsung Galaxy M33 5G
Samsung Galaxy M33 5G ভারত লঞ্চ হবে ২ এপ্রিল দুপুর ১২টায়। দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টের মিডরেঞ্জ অফারের মধ্যে এটি অ্যামাজন মাইক্রোসাইটের মাধ্যমে লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। হ্যান্ডসেটটি একটি 5nm অক্টা-কোর প্রসেসরে কাজ করবে ও 25W চার্জিং সাপোর্ট সহ একটি 6,000mAh ব্যাটারি থাকবে ফোনে।Samsung Galaxy M33 5G 6.6 ইঞ্চি LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। Samsung এর আসন্ন স্মার্টফোনটিতে একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।