Samsung Galaxy A22 5G : মিডরেঞ্জের বাজার ধরতে নয়া কৌশল, Galaxy A22 5G আনল Samsung
ভারতের বাজারে এল Samsung Galaxy A22 5G । ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা। ৬জিবি ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে এই দামে।
নয়াদিল্লি: ৫জি টেকনোলজির দেখা নেই। আগেই বাজার ধরতে একের পর এক ৫জি ফোন লঞ্চ করছে কোম্পানিগুলি। এবার সেই তালিকায় নয়া সংযোজন Samsung Galaxy A22 5G।
৯০ হার্টজের ডিসপ্লে, ওয়াটার-ড্রপ স্টাইল নচ নিয়ে বাজারে এল স্যামসাঙের নতুন ফোন। নতুন মডেলে ডলবি অ্যাটমোস ছাড়াও দেওয়া হয়েছে ওয়্যারলেস হেডসেটের সুবিধা। তিনটি রেয়ার ক্যামেরা রয়েছে এই ৫জি ফোনে। গত মাসেই ইউরোপের বাজারে লঞ্চ করা হয়েছিল Samsung Galaxy A22 5G। ভারতের বাজারে মূলত, Redmi Note 10 Pro Max, Realme X7 5G, iQoo Z3-এর সঙ্গে প্রতিযোগিতা হবে ফোনের।
Samsung Galaxy A22 5G-এর দাম
ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা। ৬জিবি ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে এই দামে। পাশাপাশি ৮জিবি ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২১,৯৯৯টাকা। গ্রে, মিন্ট, ভায়োলেট রঙে পাওয়া যাচ্ছে এই ফোন। ২৫ জুলাই থেকে দেশের রিটেইল স্টোরগুলিতে পাওয়া যাবে স্যামসাঙের নতুন মডেল। আজ রাত ১২ টার পর পাওয়া যাবে Samsung.com ছাড়াও বেশ কিছু অনলাইন পোর্টালে। গত মাসেই Samsung Galaxy A22 লঞ্চ করে কোম্পানি। তবে সেটা ছিল কোম্পানির ৪জি ভার্সন। যার দাম রাখা
হয়েছিল ১৮,৪৯৯টাকা।
Samsung Galaxy A22 5G-এর স্পেসিফিকেশন
অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং স্টিস্টেমে চলবে এই ফোন। নতুন ভার্সনে রয়েছে দুটো সিমের সুবিধা। ফোনের ডিসপ্লে সাইজ দেওয়া হয়েছে ৬.৬ ইঞ্চি। নতুন মডেলে ফুল এইচডি ইনফিনিটি ডিসপ্লে দিয়েছে স্যামসাং, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনেও মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনে রয়েছে সর্বোচ্চ ৮ জিবি RAM।
ক্যামেরা কেমন ফোনের ?
Samsung Galaxy A22 5G-তে দেওয়া হয়েছে তিনটে রেয়ার ক্যামেরা। যার প্রাইমারি শ্যুটার ৪৮ মেগাপিক্সেলের। সঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সামনে ৮ মেগাপিক্সলের সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি।