Samsung Galaxy A32: দাম কমল স্যামসাং গ্যালাক্সি এ৩২ ফোনের, এখন কত টাকায় কিনতে পারবেন?
Samsung Galaxy Smartphone: দুটো ভ্যারিয়েন্টে স্যামসাং গ্যালাক্সি এ৩২ ফোন ভারতে লঞ্চ হয়েছিল। সেই দুই কনফিগারেশনের মডেলেরই দাম কমেছে। আর তার ফলে এই ফোন এখন ২০ হাজার টাকার কমের সেগমেন্টে চলে এসেছে।
Samsung Galaxy A32: স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের (Samsung Galaxy A Series) ফোনের দাম কমেছে ভারতে। জানা গিয়েছে, সম্প্রতি দেশে স্যামসাং গ্যালাক্সি এ৩২ (Samsung Galaxy A32) ফোনের দাম কমেছে। ইতিমধ্যেই এই ফোনের সাকসেসর মডেল স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ফোনও লঞ্চ হয়েছে ভারতে। তার তারপরই দাম কমেছে স্যামসাং গ্যালাক্সি এ৩২ ফোনের। দুটো ভ্যারিয়েন্টে এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল। সেই দুই কনফিগারেশনের মডেলেরই দাম কমেছে। আর তার ফলে এই ফোন এখন ২০ হাজার টাকার কমের সেগমেন্টে চলে এসেছে।
স্যামসাং গ্যালাক্সি এ৩২ ফোনের আগের এবং বর্তমান দাম
গত বছর অর্থাৎ ২০২১ সালের মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ৩২ ফোন। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম তখন ছিল ২১,৯৯৯ টাকা। এরপর গত বছরই নভেম্বর মাসে এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল দেশে। তখন এই ফোনের দাম ছিল ২৩,৪৯৯ টাকা। এই দুই মডেলেরই দাম এখন কমেছে। ৬ জিবি র্যামের মডেল অ্যামাজন থেকে কেনা যাবে ১৮,৫০০ টাকায়। অন্যদিকে ৮ জিবি র্যামের মডেল কেনা যাবে ১৮,৭৫০ টাকায়।
স্যামসাং গ্যালাক্সি এ৩২ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে একটি ৬.৪ ইঞ্চির Full HD+ Super AMOLED Infinity-U ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১১ বেসড One UI 3.1- এর সাহায্যে।
- এই ফোনে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- স্যামসাং গ্যালাক্সি এ৩২ ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। একবার পুরো চার্জ দিলে ২০ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক সাপোর্ট দেবে বলে দাবি করেছে সংস্থা।
- এই ফোনে রয়েছে ডুয়াল সিমের স্লট। ন্যানো সিমের সাপোর্ট রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৩২ ফোনে। এছাড়াও রয়েছে মাইক্রো এসডি কার্ড। তার সাহায্যে স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোনের ওজন প্রায় ১৮৪ গ্রাম। একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই ফোনে। এছাড়াও এই ৪জি ফোনে ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.০ কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন- মোটো এজ ৩০ আলট্রা এবং মোটো এজ ৩০ ফিউশন লঞ্চ হয়েছে ভারতে, দাম কত?