Samsung Galaxy M15 5G: ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি, দাম কত এই ফোনের?
Samsung Galaxy Smartphones: ভারতে স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনের সঙ্গে লঞ্চ হয়েছে আরও একটি ফোন, গ্যালাক্সি এম৫৫ ৫জি। অ্যামাজন থেকে স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোন কেনা যাবে।
Samsung Galaxy M15 5G: ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোন (Samsung Galaxy M15 5G)। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ (Triple Rear Camera Unit)। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর (50 MP Main Sensor) রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনে রয়েছে একটি AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং (Fast Charging) সাপোর্ট রয়েছে।
ভারতে স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনের দাম, কোথা থেকে এবং কী কী রঙে কেনা যাবে, দেখে নিন অফারও
স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত কনফিগারেশনের দাম ১৪,৯৯৯ টাকা। এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। ভারতে স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোন লঞ্চ হয়েছে Blue Topaz, Celestial Blue, Stone Grey- এই তিন রঙে। যদি এই ফোন এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে কেনা হয় তাহলে স্যামসাংয়ের তরফে ১০০০ টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও রয়েছে ১০০০ টাকার এক্সচেঞ্জ অফার। এর পাশাপাশি স্যামসাংয়ের একটি ২৫ ওয়াটের ট্র্যাভেল অ্যাডাপ্টার যার দাম ১৬৯৯ টাকা সেটা পাওয়া যাবে ৩০০ টাকায়।
স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো) সাপোর্ট। এছাড়াও এই ফোন পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১৪- র সাহায্যে। চারটি জেনারেশন অ্যান্ড্রয়েড আপগ্রেড পাওয়া যাবে এই ফোনে। সঙ্গে মিলবে পাঁচ বছরের সিকিউরিটি আপডেট। এমনটাই জানিয়েছে স্যামসাং সংস্থা।
- এই ফোনে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এটি একটি Super AMOLED ডিসপ্লে রয়েছে। আর এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট এবং তার সঙ্গে ৬ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। এই স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এর সঙ্গে ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের আরও একটি শুটার রয়েছে এই ফোনে। আর ডিসপ্লের উপর রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। একবার পুরো চার্জ দিলে এই ব্যাটারিতে ২১ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম এবং ১২৮ ঘণ্টা পর্যন্ত অডিও প্লেব্যাক টাইম পাওয়া যাবে বলে দাবি করেছে স্যামসাং কর্তৃপক্ষ।
আরও পড়ুন- ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি, কেনার পরিকল্পনা থাকলে আগে দেখে নিন দাম ও ফিচার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।