Samsung Galaxy M34 5G: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোন, কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?
Samsung Galaxy Smartphone: বলা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনের মতো স্পেসিফিকেশন থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনে।
Samsung Galaxy M34 5G: ভারতে সম্ভবত খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি (Samsung Galaxy M34 5G) ফোন। কারণ এই ফোনের সাপোর্ট পেজ ভারতে লাইভ হয়েছে। আর তার থেকেই অনুমান করা হচ্ছে যে এই ফোন দেশে দ্রুত লঞ্চ হতে পারে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS) ওয়েবসাইটেও এই ফোনের নাম দেখা গিয়েছে। অর্থাৎ এই ফোন ভারতে লঞ্চ হবে একথা নিশ্চিত। স্যামসাং ইন্ডিয়ার সাপোর্ট পেজ এবং বিআইএস ওয়েবসাইটে একই মডেল নম্বর দেখা গিয়েছে স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনের জন্য।
বলা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনের মতো স্পেসিফিকেশন থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনে। একনজরে দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন।
- এই ফোনে একটি ৬.৬ ইঞ্চির Super AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।
- অ্যান্ড্রয়েড ১৩ এবং One UI 5.1- এর সাপোর্ট থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর।
- ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোন।
- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনে। সেখাএ ৪৮ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপরে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
iQoo Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও নিও ৭ প্রো (iQoo Neo 7 Pro 5G) ফোন। দেশে লঞ্চের আগে এই ফোনের কিছু ফিচার ও স্পেসিফিকেশন নিশ্চিত করেছে আইকিউওও (iQoo) সংস্থা। জানা গিয়েছে, ৪ জুলাই এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই টিজার ডিজাইনে দেখা গিয়েছে কমলা রঙে এই ফোন লঞ্চ হতে পারে। এই ফোনে থাকতে পারে একটি ভেগান লেদার ব্যাক। এছাড়াও টিজার ডিজাইনে দেখা গিয়েছে, এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। আইকিউওও সংস্থা জানিয়েছে তাদের এই নতুন ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর থাকবে। এছাড়াও এই ফোনে থাকবে একটি Independent Gaming Chip। দুর্দান্ত গ্রাফিক্সের সাপোর্ট পাওয়া যাবে এই চিপের সাহায্যে। ফলে এই ফোনে গেম খেললে দারুণ অভিজ্ঞতা পাবেন ইউজাররা। এই ফোনে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। মাত্র ৮ মিনিটে ফোনের ৫০ শতাংশ চার্জ হবে। এই ফোনে থাকতে চলেছে ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি।
আরও পড়ুন- হৃদযন্ত্রের জন্য বিশেষ উপকারী বিনসজাতীয় খাবার, আরও কী কী গুণ শুঁটিজাতীয় শস্য়ের?