Samsung Galaxy 5G Phone: নতুন গ্যালাক্সি ফোন ভারতে আনছে স্যামসাং, ৫জি এই মডেলে কী কী ফিচার থাকতে পারে? দামই বা কত হতে পারে?
Samsung galaxy M56 5G: ভারতে স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে আগামী ১৭ এপ্রিল, দুপুর ১২টায়।

Samsung Galaxy 5G Phone: স্যামসাং গ্যালাক্সির 'এম' সিরিজের (Samsung Galaxy M Series) নতুন ৫জি ফোন (5G Phone) লঞ্চ হতে চলেছে ভারতে। এবার আসছে স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোন (Samsung Galaxy M56 5G)। আগামী ১৭ এপ্রিল এই ফোন ভারতে লঞ্চ হয়েছে। গতবছর অর্থাৎ ২০২৪ সালের এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোন। তারই সাকসেসর মডেল হিসেবে এক বছরের মাথায় লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোন। আনুষ্ঠানিক লঞ্চের আগে ফোনের ফিচার, ডিজাইন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। আগের ফোনের তুলনায় আরও পাতলা, স্লিম, হাল্কা হতে চলেছে এই নতুন মডেল। ১৭ এপ্রিল দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোন। দেশে লঞ্চের পর ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে অনলাইনে কেনা যাবে এই ফোন। বলা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সির এই ফোনের দাম ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে হবে। তবে স্যামসাং কর্তৃপক্ষ এখনও কিছু ঘোষণা করেনি।
স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোনে কী কী ফিচার থাকতে পারে এবং ডিজাইন কেমন হতে পারে, দেখে নিন একঝলকে
- এই ফোনের ডিসপ্লের উপর সুরক্ষার জন্য থাকতে পারে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশন লেয়ার। এই ফোনে একটি sAMOLED+ ডিসপ্লে থাকার কথা শোনা গিয়েছে যা ইউজারদের চোখের জন্য ভাল হবে বলে অনুমান।
- স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোনের ব্যাক প্যানেলে লম্বালম্বি ভাবে সাজানো থাকবে রেয়ার ক্যামেরা সেনসরগুলি। ওষুধের ক্যাপস্যুলের মতো দেখতে একটি ক্যামেরা মডিউলে সাজানো থাকবে সেগুলি।
- ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। প্রথমে লম্বালম্বি ভাবে বসানো থাকবে ছোট ক্যাপস্যুল আকৃতির একটি মডিউল যার মধ্যে মেন ক্যামেরা সেনসর এবং আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর থাকবে। এর নীচে একটি গোলাকার মডিউলে থাকবে ম্যাক্রো শুটার।
- স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকবে। এছাড়াও থাকতে পারে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এই ফোনের ডিসপ্লের উপর ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। এছাড়াও এই ফোনের রেয়ার ক্যামেরায় রাতের অন্ধকারে কম আলোয় ভাল ছবি তোলার জন্য বিশেষ ফিচার থাকবে বলে শোনা যাচ্ছে। এর পাশাপাশি থাকবে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ক্যামেরা ফিচার।
- স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোনে সংস্থার নিজস্ব একটি Exynos 1480 চিপসেট থাকতে পারে। তার সঙ্গে ৮ জিবি র্যাম যুক্ত থাকার কথা রয়েছে। এছাড়াও এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পেতে পারেন ইউজাররা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
