iQoo Phones: ভারতে একই দিনে হাজির আইকিউওও সংস্থার দুই ফোন, নজর কেড়ে নেবে ব্যাটারি ফিচার, দামও সাধ্যের মধ্যেই
iQoo Z10 and IQoo Z10x: সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড১০ এবং আইকিউওও জেড১০এক্স - এই দুই ফোন। আগামী ১৬ এপ্রিল থেকে এই দুই ফোনের বিক্রি শুরু হতে চলেছে।

iQoo Phones: ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও কোম্পানি ভারতে একই সঙ্গে দুটো ৫জি ফোন করেছে। আইকিউওও জেড১০ (iQoo Z10) এবং আইকিউওও জেড১০এক্স (iQoo Z10x) - এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছে সম্প্রতি। আইকিউওও সংস্থার 'জেড' সিরিজের এই দুই ফোন দুটো রঙে লঞ্চ হয়েছে দেশে। আইকিউওও জেড১০ ফোন পরিচালিত হবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেটের সাহায্যে। অন্যদিকে, আইকিউওও জেড১০এক্স ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ প্রসেসরের সাপোর্ট। আইকিউওও জেড১০ ফোনে রয়েছে ৭৩০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। আর আইকিউওও জেড১০এক্স ফোনে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। দুটো ফোনেই রয়েছে অ্যান্ড্রয়েড ১৫ বেসড Funtouch OS 15- এর সাপোর্ট, ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
ভারতে আইকিউওও জেড১০ এবং আইকিউওও জেড১০এক্স ফোনের দাম কত
আইকিউওও জেড১০ ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৩,৯৯৯ টাকা। আর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ২৫,৯৯৯ টাকা। গ্লেসিয়ার সিলভার এবং স্টেলার ব্ল্যাক- এই দুই রঙে ভারতে আইকিউওও জেড১০ ফোন লঞ্চ হয়েছে। ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার সমেত এই ফোনের ভ্যানিলা বা বেস মডেল কেনা যাবে ১৯,৯৯৯ টাকায়।
আইকিউওও জেড১০এক্স ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৪,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৬,৪৯৯ টাকা। আলট্রা মেরিন এবং টাইটেনিয়াম - এই দুই রঙে লঞ্চ হয়েছে আইকিউওও জেড১০এক্স ফোন। ব্যাঙ্ক ভিত্তিক অফারের সাহায্যে এই ফোনের বেস মডেলের দাম ১২,৪৯৯ টাকায় নেমে আসবে।
আগামী ১৬ এপ্রিল থেকে আইকিউওও জেড১০ এবং আইকিউওও জেড১০এক্স - এই দুই ফোনের বিক্রি শুরু হতে চলেছে। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং আইকিউওও ইন্ডিয়া স্টোর থেকে। আইকিউওও সংস্থার 'জেড' সিরিজের এই দুই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না এই দুই ফোন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
