Samsung Phones Update : আগে থেকেই বুক করা যাবে স্যামসাঙের ফোন, প্রি-বুকিংয়ে কী সুবিধা ?
২০০০ টাকা দিলেই পেয়ে যাবেন 'নেক্সট গ্যালাক্সি ভিআইপি পাস'। অগ্রিম বুকিংয়ের টাকায় বিনামূল্যে পাবেন ২৬৯৯ টাকার স্মার্ট ট্যাগ । গ্রাহকদের জন্য নতুন অফার আনল স্যামসাং।
![Samsung Phones Update : আগে থেকেই বুক করা যাবে স্যামসাঙের ফোন, প্রি-বুকিংয়ে কী সুবিধা ? Samsung Galaxy phones pre booking Indians can now pre-reserve upcoming samsung Galaxy phones know details here Samsung Phones Update : আগে থেকেই বুক করা যাবে স্যামসাঙের ফোন, প্রি-বুকিংয়ে কী সুবিধা ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/28/53ff461e49bb5627c949d27086fafd56_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি : ফোন লঞ্চ করার আগে থাকছে প্রি-বুকিংয়ের সুবিধা। গ্রাহকদের জন্য নতুন অফার আনল স্যামসাং। অনলাইনে কোম্পানির ই-স্টোরে টাকা দিয়ে অগ্রিম ফোন বুকিং করতে পারবেন ক্রেতা।
২০০০ টাকা দিলেই পেয়ে যাবেন 'নেক্সট গ্যালাক্সি ভিআইপি পাস'। অগ্রিম বুকিংয়ের টাকায় বিনামূল্যে পাবেন ২৬৯৯ টাকার স্মার্ট ট্যাগ । কম টাকা দিয়ে বেশি লাভের এই সুযোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়ায় কোম্পানি। আপাতত www.samsung.com or Samsung Shop App-এ টাকা দিয়ে করতে পারবেন আাগাম বুকিং। পরে আবার ফোনের বুকিং করলে এই ২০০০ টাকা ফোনের দাম থেকে কমিয়ে দেবে কোম্পানি।
আগামী ১১ অগাস্ট নতুন গ্যালাক্সি ডিভাইস আনতে চলেছে স্যামসাং। শোনা যাচ্ছে, ভার্চুয়াল ইভেন্টে গ্যালাক্সি ফোল্ড ও ফ্লিপ সিরিজের আত্মপ্রকাশ ঘটবে ওই দিন। Galaxy Z Fold 3 ও Galaxy Z Flip 3 দিয়ে নতুন মার্কেট তৈরি করতে চলেছে কোম্পানি। তবে ভাঁজ করা ফোন হলেও এবার পুরোনো সিরিজের থেকে অপেক্ষাকৃত দাম কম থাকবে ফোনগুলির। অন্তত টেক সাইটগুলির রিপোর্ট তেমনই বলছে।
এখানেই শেষ নয়। অগাস্টের ইভেন্টে একই সঙ্গে Galaxy FE ও নতুন দুটি স্মার্ট ঘড়ি আনছে এই কোম্পানি। লঞ্চ হতে পারে নতুন স্যামসাং গ্যালাক্সি বাডসের। সূত্রের খবর, Galaxy Z Fold 3-এর দাম পুরোনো মডেলের থেকে ১৭ শতাংশ কম রাখতে পারে কোম্পানি।
পাশাপাশি কমতে পারে Galaxy Z Flip 3-এর দাম। মূলত, ভাঁজ করা ফোনের বাজার বাড়াতেই এই নতুন মডেলগুলির দাম কমাতে চলেছে স্যামসাং। আপাতত বিশ্ববাজারে লঞ্চ হতে চলেছে এই ফোন। তবে ভারতের বাজারে স্যামসাঙের নতুন ফ্লিপ ফোন কবে আসছে তা এখনও নিশ্চিত করেনি কোম্পানি। সম্প্রতি ফোন বিক্রিতে বিশ্ববাজারে এক নম্বর জায়গায় এসেছে স্যামসাং। তবে প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে নেই চিনা কোম্পানিগুলিও। উপমহাদেশের মার্কেটের ওপর ভর করে প্রথম পাঁচে উঠে এসেছে শাওমি, ভিভো, ওপ্পোর মতো কোম্পানি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)