Samsung Galaxy S21 FE: ৮ সেপ্টেম্বর লঞ্চ ! Galaxy S21 FE ফ্যান এডিশন আনছে Samsung
সম্প্রতি ফোনের বিষয়ে ট্যুইটারে রিপোর্ট প্রকাশ করেছেন টিপস্টার ম্যাক্স ওয়োনব্যাক।তিনি জানান, এবার নতুন করে ফোনের লঞ্চ নিয়ে ভাবছে সাউথ কোরিয়ান টেক জায়ান্ট।
নয়াদিল্লি: ফ্ল্যাগশিপ মডেলের এবার ফ্যান এডিশন আনতে চলেছে স্যামসাং (Samsung)। টেক সাইটগুলোর রিপোর্ট বলছে, শীঘ্রই লঞ্চ হতে পারে Samsung Galaxy S21 FE। ব্লগারদের লিকস সত্যি হলে ৮ সেপ্টেম্বর লঞ্চ হতে পারে এই ফোন।
Samsung Galaxy S21 FE নিয়ে জল্পনা শুরু
ফ্ল্যাগশিপ মডেল প্রিমিয়াম ক্যাটিগরি হওয়ায় মধ্যবিত্তের নাগালের বাইরে ছিল এই ফোন। এবার মিডরেঞ্জে ফ্ল্যাগশিপ মডেলের ফোন পাওয়ার সুযোগ করে দিচ্ছে স্যামসাং। শোনা যাচ্ছে, Galaxy S21 স্পেকস কমিয়ে ফ্যান এডিশন নিয়ে আসছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি। ইতিমধ্যেই ফোনের ৩৬০ ডিগ্রি ছবি ফাঁস হয়েছে। ফোনের অনেক স্পেসিফিকেশনই প্রকাশ্যে এনেছেন টিপস্টাররা।
কী বলছে গোপন রিপোর্ট ? (Samsung Galaxy S21 FE leaks)
সম্প্রতি ফোনের বিষয়ে ট্যুইটারে রিপোর্ট প্রকাশ করেছেন টিপস্টার ম্যাক্স ওয়োনব্যাক। তিনি জানান, আগে স্যামসাং ফোল্ড সিরিজের সঙ্গে বাজারে আসার কথা ছিল Samsung Galaxy S21 FE-র। যদিও সেই অনুষ্ঠানে এই ফোন সামনে আনেনি কোম্পানি। এবার নতুন করে ফোনের লঞ্চ নিয়ে ভাবছে সাউথ কোরিয়ান টেক জায়ান্ট। সম্ভবত ৮ সেপ্টেম্বর বিশ্ববাজারে দেখা যাবে এই নতুন ফোন।
Samsung Galaxy S21 FE-এর স্পেসিফিকেশন
শোনা যাচ্ছে, নতুন ফোনে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে কোম্পানি।যা গেমারদের জন্যও হতে পারে আদর্শ ফোন। ১২০ হার্টজের রিফ্রেস রেট দেওয়া হয়েছে ফোনে। ইউএস ফেডেরাল কমিউনিকেশনস কমিশন (FCC) ও চিনের 3C certification website অনুযায়ী, ফোনে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকবে। ইতিমধ্যেই গিকবেঞ্চে দেখা গিয়েছে স্যামসাঙের এই নতুন মডেল। যাতে বলা হয়েছে ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট থাকতে পারে। সঙ্গে ৮ জিবি RAM সাপোর্ট দিতে পারে কোম্পানি।
রিপোর্ট বলছে, নতুন মডেলে ৪৫০০ এমএএইচের ব্যাটারি থাকতে পারে।S21-এ ৪০০০ এমএএইচের ব্যাটারি দিয়েছিল কোম্পানি।তবে এতকিছুর পরও ফোনের বিষয়ে এখনও মুখ খোলেনি স্যামসাং।