Samsung Galaxy S22: স্যামসাংয়ের গ্যালাক্সি এস 22 সিরিজে নতুন চমক, বিশ্বে প্রথম এই বৈশিষ্ট্য
Samsung Galaxy S22: এবার 5G ভয়েস সাপোর্ট সহ গ্যালাক্সি এস 22 পাবেন স্যামসাংয়ে। সম্প্রতি তার নতুন সিরিজ স্যামসাং গ্যালাক্সি এস 22 চালু করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি।
Samsung Galaxy S22: এবার 5G ভয়েস সাপোর্ট সহ গ্যালাক্সি এস 22 পাবেন স্যামসাংয়ে। সম্প্রতি তার নতুন সিরিজ স্যামসাং গ্যালাক্সি এস 22 চালু করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি। স্যামসাংয়ের এই সিরিজের স্মার্টফোনগুলো ইতিমধ্যেই ক্রেতাদের মন জয় করেছে। এই সিরিজের বিশেষত্ব হল S22+ ও S22 Ultra সহ স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজের স্মার্টফোনগুলি। যা বিশ্বের প্রথম ফোন হিসাবে ভয়েস ওভার 5G (Vo5G) সাপোর্ট করে।
Samsung Galaxy S22: কুয়েতের মোবাইল টেলিকম কোম্পানি জৈন সম্প্রতি প্রথম ভয়েস ওভার 5 জি পরিষেবা চালু করার ঘোষণা করেছে। বর্তমানে শুধুমাত্র গ্যালাক্সি এস 22 সিরিজের স্মার্টফোনই এই প্রযুক্তি সাপোর্ট করে।
Samsung Galaxy S22: 5G ভয়েস কল পরিষেবা পাওয়ার প্রথম ব্র্যান্ড
বিশ্বের বুকে 5G ভয়েস কল এখনও খুব বিরল প্রযুক্তি। প্রকৃতপক্ষে জৈনই প্রথম টেলিকম অপারেটর যারা দেশব্যাপী কভারেজ সহ Vo5G পরিষেবা চালু করেছে। এই পরিষেবাটি কেবলমাত্র সেই গ্রাহকরাই পাবেন, যাদের কাছে নতুন স্যামসাং গ্যালাক্সি এস 22 স্মার্টফোন রয়েছে। এই পরিষেবা খুব শীঘ্রই অন্যান্য 5G হ্যান্ডসেটে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
Samsung Galaxy S22: কী সুবিধা পাওয়া যাবে ?
5G ভয়েস অনেক সুবিধা নিয়ে আসে, যার মধ্যে পাবেন স্পিচ ও ভিডিও কলিংয়ের ভাল কোয়ালিটি।
নতুন ভয়েস ও কমিউনিকেশন সার্ভিস।
একযোগে ভয়েস কল ও 5G ডেটা পরিষেবার গুণ।
জৈন বলেছে, এই পরিষেবাটির বাণিজ্যিক সূচনা কেবলমাত্র নেটওয়ার্ক ও সারা দেশে উচ্চ পর্যায়ে এই পরিষেবা প্রদানের প্রযুক্তিগত দক্ষতা যাচাইয়ের পরেই চালু করা হয়েছে।
আরও পড়ুন : New Truecaller Features: ট্রুকলারে নতুন ৫ ফিচার, এই সুবিধা হবে আপনার