Samsung Galaxy Watch 5 Series: ভারতে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৫, গ্যালাক্সি ওয়াচ ৫ প্রো- এর দাম কত? কবে থেকে শুরু হচ্ছে প্রি-বুকিং
Smartwatch: স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৫ সিরিজে লঞ্চ হয়েছে দু'টি স্মার্টওয়াচ, গ্যালাক্সি ওয়াচ ৫ এবং গ্যালাক্সি ওয়াচ ৫ প্রো।
Samsung Galaxy Watch 5 Series: স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল ফোনের সঙ্গে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৫ (Galaxy Watch 5) এবং গ্যালাক্সি ওয়াচ ৫ প্রো (Galaxy Watch 5 Pro)। ভারতে এই দুই স্মার্টওয়াচের দাম কত হতে পারে তা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ১৬ অগস্ট থেকে দেশে স্যামসাং গ্যালাক্সি এই দুই নতুন স্মার্টওয়াচের জন্য প্রি-বুকিং শুরু হবে। দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং তাদের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট এই দুটো স্মার্টওয়াচের সঙ্গে গ্যালাক্সি জেড ফোল্ড ৪, গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ এবং গ্যালাক্সি বাডস ২ প্রো লঞ্চ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৫ সিরিজের লুক রীতিমতো পাল্লা দেবে অ্যাপেল ওয়াচ সিরিজ ৭- কে।
ভারতে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৫ এবং গ্যালাক্সি ওয়াচ ৫ প্রো- এর দাম এবং বিভিন্ন অফার
স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৫ এবং গ্যালাক্সি ওয়াচ ৫ প্রো- এই দুই স্মার্টওয়াচের প্রি-বুকিং করা যাবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং দেশের বিভিন্ন প্রথম সারির অনলাইন ও অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে। গ্যালাক্সি ওয়াচ ৫- এর দাম ২৭,৯৯৯ টাকা। অন্যদিকে গ্যালাক্সি ওয়াচ ৫ প্রো- এর দাম ৪৪,৯৯৯ টাকা।
স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৫- এর ক্ষেত্রে ব্লুটুথ অনলি (40mm) মডেলের দাম ২৭,৯৯৯ টাকা। এছাড়াও LTE ভার্সানের দাম ৩২,৯৯৯ টাকা। অন্যদিকে 44mm ব্লুটুথ অনলি স্মার্টওয়াচের দাম ৩০,৯৯৯ টাকা। আর এরই LTE ভার্সানের দাম ৩৫,৯৯৯ টাকা। স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৫ প্রো- এর 45mm ব্লুটুথ অনলি ভার্সানের দাম ৪৪,৯৯৯ টাকা। অন্যদিকে LTE ভার্সানের দাম ৪৯,৯৯৯ টাকা।
স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৫- এর 40mm ভ্যারিয়েন্ট কেনা যাবে গ্রাফাইট, পিঙ্ক, গোল্ড এবং সিলভার- এই চারটি রঙে। গ্যালাক্সি ওয়াচ ৫ 44mm ভার্সান পাওয়া যাবে গ্রাফাইট, স্যাফায়ার, সিলভার- এই তিন রঙে। এই স্মার্টওয়াচ কিনলে সমস্ত প্রথম সারির ব্যাঙ্কের তরফে ৩০০০ টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা।
গ্যালাক্সি ওয়াচ ৫ প্রো মডেলের ক্ষেত্রে সমস্ত প্রথম সারির ব্যাঙ্কের তরফে ৫০০০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে। Black Titanium এবং Grey Titanium- এই দুই রঙে কেনা যাবে গ্যালাক্সি ওয়াচ ৫ প্রো স্মার্টওয়াচ।
স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৫ একটি IP68 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অন্যদিকে, গ্যালাক্সি ওয়াচ ৫ প্রো স্মার্টওয়াচে রয়েছে Track Back ফিচার। হাইকার, মাইন্টেন বাইকারদের ক্ষেত্রে এই স্মার্টওয়াচ খুবই কাজে লাগে।
আরও পড়ুন- মোটো জি৬২ ৫জি ফোনের পর এবার ভারতে আসছে মোটো ট্যাব জি৬২, কবে লঞ্চ?