Samsung Galaxy A53 5G: ওয়ান প্লাস, ওপ্পো, ভিভোর সঙ্গে হবে টক্কর, স্যামসাং আনল এই ফোন
Samsung Galaxy A53 5G: ভারতে লঞ্চের পরই শুরু হয়ে গিয়েছে এর প্রি-অর্ডার বুকিং। নতুন Samsung Galaxy A53 5G পাবেন স্যামসাঙের অফিশিয়াল ওয়েবসাইটে।
Samsung Galaxy A53 5G: ২৫ মার্চ থেকেই ভারতের বাজারে পাওয়া যাবে স্যামসাঙের এই ফোন।ভারতে লঞ্চের পরই শুরু হয়ে গিয়েছে এর প্রি-অর্ডার বুকিং। নতুন Samsung Galaxy A53 5G পাবেন স্যামসাঙের অফিশিয়াল ওয়েবসাইটে।
Samsung Galaxy A33 5G-র সঙ্গে গত সপ্তাহে বিশ্বব্যাপী লঞ্চ করা হয়েছে Galaxy A53 5G। মিড রেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচার পাবেন এই ফোনে। 120 হার্টজের রিফ্রেশ রেট, দুর্দান্ত ডিসপ্লে ছাড়াও এতে পাবেন 8GB পর্যন্ত RAM ছাড়াও octa-core Exynos 1280 চিপসেট।
Samsung Galaxy A53 5G-তে একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যাতে পাবেন 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এছাড়াও 12 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর ছাড়াও 2টি 5 মেগাপিক্সেলের ক্যামেরা শ্যুটার দেওয়া হয়েছে ফোনে। এতে 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়েছে কোম্পানি। এই ফোন ভারতে চারটি রঙে পাওয়া যাবে। এছাড়াও Samsung Galaxy A53 5G-তে পাবেন IP67 রেটিং-সহ ধুলো ও জল প্রতিরোধী ব্যবস্থা।
Samsung Galaxy A53 5G 6GB RAM ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের ভারতে দাম রাখা হয়েছে 34,499 টাকা। যেখানে টপ-অফ-দ্য-লাইন 8GB RAM ও 128GB স্টোরেজ মডেলের দাম 35,999 টাকা। নতুন Samsung Galaxy A-সিরিজ স্মার্টফোনটি বর্তমানে 27 মার্চ থেকে ডেলিভারি করা হবে। কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে প্রি-অর্ডারের জন্য এখন এই ফোন বুক করতে পারবেন। Samsung Galaxy A53 5G কালো, নীল, পিচ ও সাদা রঙে পাওয়া যাচ্ছে।
Samsung স্মার্টফোনের 6GB RAM মডেলটি প্রতি মাসে 4,312 টাকার ইএমআইতে কেনা যাবে। পাশাপাশি 8GB RAM ভ্যারিয়েন্টটি প্রতি মাসে 4,499 টাকার ইএমআইতে কিনতে পারবেন ক্রেতা। কোম্পানি প্রি-অর্ডারে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে Galaxy A53 5G কেনার জন্য 3000 টাকার তাত্ক্ষণিক ক্যাশব্যাক অফার দিচ্ছে।
Samsung Galaxy A53 5G:এই স্মার্টফোনটিতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ডিভাইসের সঙ্গে Oneplus Nord 2, vivo V23 5G, Xiaomi 11Lite NE, Google Pixel 4a, vivo X60, OPPO Reno7 5G মতো স্মার্টফোনের প্রতিযোগিতা হবে।