Samsung Launch Event: ইভেন্টের দিন ঘোষণা করল স্যামসাং, Galaxy S22 ছাড়াও কী থাকছে ঝুলিতে ?
Samsung-এর এই ইভেন্টে তিনটি নতুন ফোন লঞ্চ হতে পারে। Samsung Galaxy S22, Galaxy S22+ ও Galaxy S22 Ultra আসতে পারে প্রকাশ্যে।
Galaxy Unpacked Event: অবশেষে তাদের লঞ্চ ইভেন্টের দিন ঘোষণা করল Samsung। এই দিনেই প্রকাশ্যে আসতে পারে কোম্পানির পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Galaxy S22 । 9 ফেব্রুয়ারি গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট (Galaxy Unpacked Event) ঘোষণা করেছে কোম্পানি।
Samsung-এর এই ইভেন্টে তিনটি নতুন ফোন লঞ্চ হতে পারে। Samsung Galaxy S22, Galaxy S22+ ও Galaxy S22 Ultra আসতে পারে প্রকাশ্যে। এর মধ্যে Galaxy S22 হবে সবচেয়ে প্রিমিয়াম ডিভাইস। টেক সাইটগুলির মতে, স্মার্টফোনের পাশাপাশি কোম্পানি এই ইভেন্টে Galaxy Tab S8 সিরিজও লঞ্চ করতে পারে। Samsung Galaxy S22 সিরিজ হল কোম্পানির বছরের সবচেয়ে বড় স্মার্টফোন লঞ্চ।
Samsung Launch Event: কোম্পানির তরফে বলা হয়েছে, ''আগামীর ভবিষ্যৎকে নতুন করে লিখতে আসুন আমরা অন্ধকারে আলো নিয়ে আসি। স্মার্টফোনের মাধ্যমে আমরা নিয়ম ভাঙার পথে হাঁটি। আসুন এর জন্য ৯ ফেব্রুয়ারি Samsung Electronics-এ যোগ দিন। পরবর্তী গ্যালাক্সি আনপ্যাক করা হবে এই দিন। এবার আমাদের অসাধারণ S সিরিজের স্মার্টফোনগুলিতে আরও ভাল গুণগত মান দেব আমরা।"ইতিমধ্যেই 30-সেকেন্ডের একটি ট্রেলার ভিডিও পোস্ট করেছে কোম্পানি। যা দেখে আগামী স্মার্টফোনে নতুন ক্যামেরা উদ্ভাবনের ইঙ্গিত দিয়েছে স্যামসাং।
Galaxy Unpacked Event: রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy S22 ফোনটির বেস, প্লাস ও আল্ট্রা ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। এই টপ এন্ড ভ্যারিয়েন্টে লেটেস্ট Exynos 2200 চিপসেট ব্যবহার করতে পারে কোম্পানি। এতে পিছনের প্যানেলে একটি কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। যার মধ্যে প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেল পাবেন ক্রেতা। সামনে একটি 40 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। আল্ট্রা ভ্যারিয়েন্টে ম্যাট টেক্সচার পাওয়া যাবে।