Samsung S22-র গোপন তথ্য ফাঁস, এইদিন আসছে স্যামসাঙের ফ্ল্যাগশিপ ফোন
Samsung S22 Series Update: টেক ব্লগারদের মতে, দেশ অনুযায়ী এবার স্যামসাঙের ফ্ল্যাগশিপের প্রসেসর ঠিক করা হবে। কিছু জায়গায় কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৯৮ টিপসেট দেবে কোম্পানি।
নয়াদিল্লি: কোম্পানির তরফে কিছু বলার আগেই ফাঁস হয়ে গেল স্যামসাঙের ফ্ল্যাগশিপ (Samsung S22 Series) ফোনের গোপন তথ্য। আগামী বছরের ফেব্রুয়াতিইে আসতে চলেছে এই ফোন। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার কোম্পানির ফোনের খবরের তথ্য সামনে এনেছেন একজন টিপস্টার।
Samsung S22 Series Update: স্যামসাঙের ফ্ল্যাগশিপ নিয়ে এই তথ্য সামনে এনেছেন টিপস্টার জন প্রসার। তিনি জানান, Samsung S22, Samsung S22+ ছাড়াও Samsung S22 Ultra ফোনের প্রি-অর্ডার ও সেলের দিন ঠিক করে ফেলছে স্যামসাং। এই ফ্ল্যাগশিপ ফোনের প্রি-অর্ডার শুরু হবে ৮ ফেব্রুয়ারি। ফোনের সেল শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি।
Samsung S22 Series Update: টেক ব্লগারদের মতে, দেশ অনুযায়ী এবার স্যামসাঙের ফ্ল্যাগশিপের প্রসেসর ঠিক করা হবে। কিছু জায়গায় কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৯৮ টিপসেট দেবে কোম্পানি। কিছু দেশে নিজেদের এক্সোনাস প্রসেসর ফ্ল্যাগশিপ ফোনে দেওয়া হবে। শোনা যাচ্ছে, এই প্রসেসর এক্সোনাস ২২০০ হতে পারে। এবারও অ্যামোলেড প্যানেলের সঙ্গে ১২০ রিফ্রেস রেট দেওয়া হবে Samsung S22 Series-এ। Samsung S22, Samsung S22+ -এ থাকছে যথাক্রমে ৬.৬ ইঞ্চি ও ৬.৫৫ ইঞ্চির স্ক্রিনসাইজ । বাকি Samsung S22 Ultra-তে থাকছে ৬.৮১ ইঞ্চির বড় ডিসপ্লে।
Samsung Galaxy S22 Series-এর ক্যামেরা
নতুন সিরিজে জুম লেন্সের ওপর বেশি জোর দিচ্ছে Samsung। টেক সাইটগুলোর মতে, variable focal length-সহ এবার দুটো জুম লেন্স দিতে পারে কোম্পানি। সেই ক্ষেত্রে 3x ও 10x অপটিক্যাল জুম দেওয়া হতে পারে ফোনে। তবে কোন মডেলে সেটা আসবে তা এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, এবার টেলিফটো ক্যামেরায় কিছু আপগ্রেড করতে চলেছে স্যামসাং। ১২ মেগাপিক্সেলের ক্যামেরার মধ্যেই এবার অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশন ফিচার দেওয়া হবে। আগের মতোই ফোনে থাকবে ১০৮ মেগাপিক্সেলের মেইন সেন্সর।
কিছু সাইটের মতে, ক্যামেরার ক্ষেত্রে Samsung S22, Samsung S22+ ফোনে প্রাইমারি ক্যামেরায় থাকতে পারে ৫০ মেগার সেন্সর।সঙ্গে থাকছে ১২ মেগাপিক্সলের ওয়াইড অ্যাঙ্গেল। বাকি ১০ মেগার টেলিফটো সেন্সর থাকবে ফোনে। তবে Samsung S22 Ultra-তে থাকতে পারে ১০৮ মেগাপিক্সেলের মেইন সেন্সর। ১২ মেগাপিক্সলের ওয়াইড অ্যাঙ্গেল ছাড়াও ১০ মেগার পেরিস্কোপ ও ১০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর দিতে পারে স্যামসাং।