SBI Tips: ইনস্ট্যান্ট লোন অ্যাপ থেকে সাবধান ! এক ভুলেই খালি হবে অ্যাকাউন্ট
Instant Loan App Fraud: ভুয়ো লোন অ্যাপ থেকেই খালি হতে পারে আপনার অ্যাকাউন্ট। সেই ক্ষেত্রে প্রতারকদের ফাঁদে পা দিতে পারেন আপনি।
Instant Loan App Fraud: ভুয়ো লোন অ্যাপ থেকেই খালি হতে পারে আপনার অ্যাকাউন্ট। সেই ক্ষেত্রে প্রতারকদের ফাঁদে পা দিতে পারেন আপনি। গ্রাহকদের সতর্ক করতে তাই বার্তা দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।
দেশে জালিয়াতির পরিসংখ্যান বলছে, সাইবার প্রতারকরা প্রতারণার জন্য নতুন পদ্ধতি অবলম্বন করছে। এখন ইনস্ট্যান্ট লোন অ্যাপের মাধ্যমে গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করছে প্রতারকরা। সেই কারণেই গ্রাহকদের 'সাইবার ফ্রড সেভিং টিপস' দিচ্ছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক। ব্যাঙ্কের তরফে সতর্কীকরণের পাশাপাশি প্রতারিত হলে কোথায় অভিযোগ করতে হবে সে বিষয়েও জানানো হয়েছে।
Cyber Fraud: কখনও এই ভুল করবেন না
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, যেকোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না,এই ধরনের লিঙ্কে ক্লিক করলে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। পাশাপাশি কোনও ব্যাঙ্ক বা আর্থিক সংস্থার নামে অজানা নম্বর থেকে পাঠানো বার্তায় ক্লিক করা করবেন না। ব্যাঙ্কের পরামর্শ, যদি এই ধরনের কোনও জালিয়াতির তথ্য পাওয়া যায়, তাহলে অবিলম্বে সরকারি ওয়েবসাইট cybercrime.gov.in-এ রিপোর্ট করুন।
Instant Loan App Fraud: এই ৬টি উপায়ে সাইবার জালিয়াতি থেকে বাঁচতে পারবে আপনি
1.ইনস্ট্যান্ট লোন অ্যাপ ডাউনলোড করার আগে এটি যাচাই করে নিন।
2. কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না।
3. অননুমোদিত অ্যাপ ব্যবহার করবেন না, এই অ্যাপগুলিকে আপনার তথ্য় দেবেন না।
4. ব্যক্তিগত ডেটা চুরি থেকে রক্ষা করতে অ্যাপের অনুমতি সেটিংস চেক করুন।
5. কোনও সন্দেহজনক ঋণ দেওয়ার অ্যাপ সম্পর্কে আপনি স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করতে পারেন।
6. এই ধরনের অ্যাপ যাচাই করার আগে আর্থিক তথ্য পরীক্ষা করে নিন।
SBI Tips: এছাড়াও স্টেট ব্যাঙ্ক তার গ্রাহকদের বলেছে, কেওয়াইসি নথিগুলি কখনোই অজানা ব্যক্তি, অননুমোদিত অ্যাপগুলির সঙ্গে শেয়ার করবেন না। মনে রাখবেন কোনও বৈধ ঋণ ব্যাঙ্ক অফার করে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদিত নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলি থেকে লোন নিতে পারে। সেই ক্ষেত্রে আপনার সমস্যা হওয়ার কথা নয়। এসব ব্যাঙ্কের ওয়েবসাইট বা শাখায় গিয়ে আপনি ঋণ নিতে পারেন। যদি আপনি একটি ইনস্ট্যান্ট লোন অ্যাপ থেকে ঋণ নিতে চান, তাহলে এটি পরীক্ষা করে দেখুন ও ঋণের জন্য আবেদন করুন।
আরও পড়ুন : App Locker: মোবাইলে লুকিয়ে রাখতে পারবেন আপনার ডেটা, এই সহজ ধাপে পাবেন সমাধান