Smartphones Under Rs 30,000: ৩০ হাজারের মধ্যে ভারতে পাবেন এই প্রিমিয়াম ফোনগুলি, রইল তালিকা
Phone Buying Guide: দেখে নেওয়া যাক, যদি আপনার বাজেট ৩০ হাজার টাকা হয় তাহলে ভারতের বাজারে কোন কোন স্মার্টফোন আপনি কিনতে পারবেন। তালিকায় থাকা ফোনগুলি ৩০ হাজারের কমেই পাবেন আপনি।
Akriti Rana and Nimish Dubey: বর্তমানে ভারতের বাজারে একাধিক স্মার্টফোন (Smartphones) পাওয়া যায় যেগুলো বেশ কম দামের। আপনি ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে ভাল ফিচার এবং স্পেসিফিকেশন সমেত ফোন পাবেন। এমনকি ১০ হাজার টাকার কমেও বেশ কয়েকটি মডেল রয়েছে যেগুলি সাধারণ ব্যবহারের যথেষ্টই উপযোগী। আজকাল ভারতের বাজারে ২০ হাজার টাকার মধ্যে একাধিক সংস্থার ৫জি ফোনও পাওয়া যায়। তবে যদি আপনি ফ্ল্যাগশিপ ফোন (Flagship Phone) কিংবা প্রিমিয়াম ফোন (Premium Phone) কিনতে চান, তাহলে বাজেট কিছুটা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে ৩০ হাজার টাকার মধ্যে ফোন কিনলে লাভবান হবেন। ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর, ডিসপ্লে, অপারেটিং সফটওয়্যারের আপডেট- সবকিছুই পাওয়া যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক, যদি আপনার বাজেট ৩০ হাজার টাকা হয় তাহলে ভারতের বাজারে কোন কোন স্মার্টফোন আপনি কিনতে পারবেন।
পোকো এফ৫
পোকো সংস্থার এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ২ চিপ। এটি একটি অত্যন্ত শক্তিশালী চিপসেট অর্থাৎ প্রসেসর। এছাড়াও এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পাওয়া যাবে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। ইউজারদের দুর্দান্ত অডিও এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এই ফোনে রয়েছে স্টিরিও স্পিকার। ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক রয়েছে এই ফোনে। গেম খেলার জন্য পোকো এম৫ আদর্শ মডেল। এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে, যেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট রয়েছে। এর সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। আর রয়েছে ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ৬৭ ওয়াটের চার্জিং সাপোর্ট। পোকো এম৫ ফোনের দাম ২৯,৯৯৯ টাকা।
আইকিউওও নিও ৭
ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড হল আইকিউওও। এই কোম্পানির একাধিক ফোন ভারতে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। তার মধ্যে অন্যতম আইকিউওও নিও ৭। কোম্পানির 'নিও' সিরিজের এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পাওয়া যাবে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। এই ফোনে ৬৪ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে যেখানে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে আইকিউওও নিও ৭ ফোনে। আর রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। হাই রেজোলিউশনের উচ্চ মানের আধুনিক গেম খেলার জন্য এই ফোন বেশ কার্যকরী। এছাড়াও এই ফোনে রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, দুর্দান্ত স্টিরিও স্পিকার, FunTouch OS এবং অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট। স্লিক ডিজাইনের এই ফোনে রয়েছে চৌকো আকৃতিক ক্যামেরা মডিউল। রেয়ার ক্যামেরা সেটআপে ২ মেগাপিক্সেলের দুটো ক্যামেরা সেনসর রয়েছে প্রাইমারি ক্যামেরা সেনসরের সঙ্গে। আইকিউওও নিও ৭ ফোনের দামও ২৯,৯৯৯ টাকা।
নাথিং ফোন (১)
নাথিং সংস্থার এই ফোন লঞ্চের পরে হইচই শুরু হয়ে গিয়েছিল। কারণ এই ফোনের মতো ট্রান্সপারেন্ট রেয়ার প্যানেল যুক্ত ডিভাইস এর আগে সেভাবে লঞ্চ হয়নি। নাথিং ফোন (১) ছিল সংস্থার প্রথম ডিভাইস। এই ফোনের ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেলে যুক্ত রয়েছে এলইডি লাইট। ফোনে আসা নোটিফিকেশন এবং অ্যালার্ট অনুসারে এই এলইডি লাইট বিভিন্ন প্যাটার্নে জ্বলে ওঠে। এছাড়াও নাথিং ফোন (১)- এ রয়েছে গ্লাস ফ্রন্ট এবং ব্যাক প্যানেল আর মেটার ফ্রেম। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস চিপ, ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর- এইসব ফিচারও রয়েছে। এছাড়াও ভাল মানের স্পিকারের সঙ্গে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, ১৫ ওয়াটের ওয়্যারলেস এবং ৫ ওয়াটের রিচার্স ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে নাথিং ফোন ১)- এ। এই ফোনের দাম ২৯,৯৯৯ টাকা।
রেডমি নোট ১২ প্রো প্লাস
৩০ হাজার টাকার মধ্যে যে ছবি তোলা অর্থাৎ ফটোগ্রাফির জন্য ভাল ফোন কিনতে চান তাহলে রেডমি নোট ১২ প্রো প্লাস মডেল আপনার পছন্দের তালিকায় রাখতেই পারেন। এই ফোনে রয়েছে ২০০ মেগাপিক্সেলের মেন সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত)। এর সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড এবং ২ মেগাপিক্সেলের সেনসর। এছাড়াও রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ভাল মানের স্টিরিও স্পিকার, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১২০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর। রেডমির এই ফোনের দাম ২৭,৯৯৯ টাকা।
ওয়ানপ্লাস নর্ড সিই৩
ওয়ানপ্লাসের এই ফোনের দাম ২৬,৯৯৯ টাকা। ওয়ানপ্লাস সংস্থার 'নর্ড' সিরিজের এই ফোনে রয়েছে OxygenOS- এর সাপোর্ট। এই ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 মেন সেনসর, যেখানে আবার যুক্ত অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর রয়েছে। ওয়ানপ্লাস নর্ড সি৩ ফোনে রয়েছে কোয়ালকমের স্যাপড্রাগন ৭৮২জি প্রসেসর। হাই-এন্ড গেমিং এক্সপিরিয়েন্সের জন্য এই ফোন বেশ ভাল অপশন। ৫০০০ এমএ এইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে।