Smartphones Under Rs 10000: ভারতে ফের সস্তায় ৫জি ফোন লঞ্চ করল লাভা সংস্থা, এবার হাজির কোন মডেল? দামই বা কত?
Lava Phones: লাভা বোল্ড ৫জি ফোনের দাম ভারতে শুরু হচ্ছে ১০,৪৯৯ টাকা থেকে। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এটি। এছাড়াও পাওয়া যাবে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে।

Smartphones Under Rs 10000: লাভা বোল্ড ৫জি ফোন (Lava Bold 5G Phone) ভারতে লঞ্চ হয়েছে সম্প্রতি। লাভা ভারতীয় সংস্থা। তাদের নতুন ৫জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। এছাড়াও পাবেন ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে। লাভা বোল্ড ৫জি ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। এর পাশাপাশি এই ফোনে পাওয়া যাবে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। লাভা বোল্ড ৫জি ফোনের বিক্রি শুরু হবে আগামী সপ্তাহ থেকে। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে।
ভারতে লাভা বোল্ড ৫জি ফোনের দাম, কবে থেকে বিক্রি শুরু, কোথা থেকে কেনা যাবে
লাভা বোল্ড ৫জি ফোনের দাম ভারতে শুরু হচ্ছে ১০,৪৯৯ টাকা থেকে। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এটি। এছাড়াও এই ফোন পাওয়া যাবে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে। এই মডেলের দাম এখনও জানা যায়নি। স্যাফায়ার ব্লু রঙে লাভা বোল্ড ৫জি ফোন লঞ্চ হয়েছে। ৮ এপ্রিল বেলা ১২টা থেকে ই-কমার্স সংস্থা অ্যামাজনে শুরু হবে লাভা সংস্থার নতুন ৫জি ফোনের বিক্রি। ১০ হাজার টাকা থেকে সামান্য বেশি দামে কিনতে পারবেন লাভা সংস্থার নতুন ৫জি ফোন।
লাভা বোল্ড ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- লাভা বোল্ড ৫জি ফোনে অ্যান্ড্রয়েড ১৪ সাপোর্ট পাবেন। পরবর্তী অ্যান্ড্রয়েড ১৫- তে আপগ্রেড হবে। এছাড়া ২ বছরের সিকিউরিটি আপডেট পাবেন।
- ৬.৬৭ ইঞ্চির থ্রিডি কার্ভ AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে। এর সঙ্গে ৬ জিবি র্যাম (সর্বোচ্চ) এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে। ভার্চুয়াল র্যামের সাহায্যে এই ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে অনবোর্ড র্যামের পরিমাণ ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাব।
- এআই যুক্ত রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে লাভা বোল্ড ৫জি ফোনে। এছাড়াও রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোন ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। ফলে জল ও ধুলোয় সহজে নষ্ট হবে না।
- ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে লাভা বোল্ড ৫জি ফোনে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।






















