(Source: ECI/ABP News/ABP Majha)
Tecno Phones: বছরশেষে নতুন ফোন কিনবেন ভাবছেন? ৬ হাজার টাকার থেকে সামান্য বেশি দামেই পেয়ে যাবে নতুন মডেল
Smartphones Under Rs 10000: টেকনো পপ ৯ ৪জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। এর আগে এই ফোনের ৫জি ফোন লঞ্চ হয়েছিল দেশে।
Tecno Phones: টেকনো পপ ৯ ৪জি ফোন (Tecno Pop 9 4G) ভারতে লঞ্চ হয়েছে সম্প্রতি। এই ৪জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৫০ চিপসেট। এর সঙ্গে ৬ জিবি পর্যন্ত র্যাম যুক্ত রয়েছে। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট পাওয়া যাবে। এছাড়াও রয়েছে ১৩ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। টেকনো সংস্থার এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না এই ফোন। টেকনো পপ ৯ ৪জি ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট। এর আগে সেপ্টেম্বর মাসে এই ফোনের ৫জি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল ভারতে।
ভারতে টেকনো পপ ৯ ৪জি ফোনের দাম কত, কেনা যাবে কবে থেকে, কোথা থেকে কিনবেন, কী কী রঙে পাওয়া যাবে- জেনে নিন সবিস্তারে
এই ফোন ভারতে লঞ্চ হয়েছে ৩ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। এই ফোনের দাম ৬৬৯৯ টাকা। কেনার সময় ২০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। তার ফলে আরও কিছুটা কম দামে ৬৪৯৯ টাকায়। আগামী ২৬ নভেম্বর দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে দেশে। কিনতে পারবেন ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। গ্লিটার হোয়াইট, লাইম গ্রিন এবং স্টারট্রেল ব্ল্যাক- এই তিন রঙে টেকনো পপ ৯ ৪জি ফোন লঞ্চ হয়েছে ভারতে।
টেকনো পপ ৯ ৪জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- এই ফোনে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। একটি ১২এনএম মিডিয়াটেক হেলিও জি৫০ চিপসেট রয়েছে এই ফোনে। এই প্রসেসরের সঙ্গে ৩ জিবি র্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে। ৩ জিবি ইনবিল্ট র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৩ জিবি বাড়ানো সম্ভব ভার্চুয়াল র্যাম এক্সপ্যানশন ফিচারের সাহায্যে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড HiOS 14 out-of-the-box এর সাহায্যে পরিচালিত হবে ফোন।
- একটিই রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে টেকনো পপ ৯ ৪জি ফোনে। ১৩ মেগাপিক্সেলের সেনসর রয়েছে এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে। সেখানে রয়েছে ৪এক্স ডিজিটাল জুম ফিচারের সাপোর্ট এবং 1080p ভিডিও রেকর্ডিং সাপোর্ট। টেকনো সংস্থার এই ৪জি ফোনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এই ক্যামেরা দিয়েও 1080p কোয়ালিটির ভিডিও রেকর্ডিং করা সম্ভব।
- টেকনো পপ ৯ ৪জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব। ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে এই ফোনে যেখানে DTS সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন- ১০ হাজার টাকার কমে নতুন ৫জি ফোন হাজির ভারতে, রয়েছে নজরকাড়া ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি