Vivo Smartphones: ৮ হাজার টাকারও কমে ভারতে ঝাঁ-চকচকে ফোন লঞ্চ করতে চলেছে ভিভো, কোন মডেল লঞ্চ হতে পারে?
Vivo Y18e: ভারতে ভিভো ১৮ই ফোনের দাম ৭৯৯৯ টাকা হতে পারে বলে শোনা। অর্থাৎ ৮০০০ টাকার কমেই এই ফোন কেনা যাবে। তবে ভিভো সংস্থা কিছু জানায়নি।
Vivo Smartphones: ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে ভিভো সংস্থা (Vivo Smartphone)। ভিভো ইন্ডিয়ার (Vivo India Site) ওয়েবসাইটে সম্প্রতি ভিভো ওয়াই১৮ই- এই ফোনের (Vivo Y18e) নাম দেখা গিয়েছে। সেখান থেকেই অনুমান যে এই ফোন ভারতে লঞ্চ হতে হয়তো আর খুব বেশি দেরি নেই। যদিও ভিভো সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি এখনও। বলা হচ্ছে, ভিভো ওয়াই সিরিজের এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ৪ জিবি র্যাম, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৬৪ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। দুটো রঙে এই ফোন লঞ্চ হতে পারে। এখানে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট এবং ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। তবে ভিভো ইন্ডিয়ার অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এখনও এই ফোন সম্পর্কে কিছু প্রকাশ করেনি। ভারতে ভিভো ১৮ই ফোনের দাম ৭৯৯৯ টাকা হতে পারে বলে শোনা। অর্থাৎ ৮০০০ টাকার কমেই এই ফোন কেনা যাবে। তবে ভিভো সংস্থা কিছু জানায়নি।
ভিভো ভি১৮ই ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে
- ডুয়াল সিম (ন্যানো) থাকতে পারে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড Funtouch OS 14.0- এর সাহায্যে পরিচালিত হতে পারে ভিভো ভি১৮ই ফোনে।
- একটি ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। এটি একটি এলসিডি ডিসপ্লে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ডিসপ্লের রিফ্রেশ রেটের ৯০ হার্টজ।
- ভিভো ওয়াই১৮ই ফোনে একটি অক্টা-কোর ১২ এনএম মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ থাকতে পারে। এই ইনবিল্ট র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব ৮ জিবি পর্যন্ত। এছাড়াও স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে ভিভো ওয়াই১৮ই ফোনে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ০.০৮ মেগাপিক্সেলের সেনসর এবং একটি ফ্ল্যাশ থাকার সম্ভাবনা রয়েছে। সেলফি ক্যামেরা হিসেবে ডিসপ্লের উপর থাকতে পারে ৫ মেগাপিক্সেলের সেনসর।
- ভিভো ওয়াই১৮ই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে এই ফোনে। এছাড়াও রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ৫ম জিপিএস, এফএম রেডিও এইসব কানেক্টিভিটি সাপোর্ট।
আরও পড়ুন- একধাক্কায় স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোনের দাম কমছে ২০ হাজার টাকা ! কোথায় পাবেন ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।