iPhone Update: আইফোনে খারাপ আবহাওয়ার আগাম সতর্কবার্তা, এইভাবে সক্রিয় করুন অ্যাপ
iPhone rainy weather alerts: আইফোনে পাওয়া যাবে আরও এক গুরুত্বপূর্ণ খবর। খারাপ আবহাওয়া ও বৃষ্টির আগে সতর্কতা পাঠাবে আইফোন।
iPhone rainy weather alerts: আইফোনে পাওয়া যাবে আরও এক গুরুত্বপূর্ণ খবর। খারাপ আবহাওয়া ও বৃষ্টির আগে সতর্কতা পাঠাবে আইফোন। বৃষ্টি শুরু হওয়ার আগে আইফোনে পাওয়া যাবে এই বৈশিষ্ট্য। আইফোনে বিল্ট-ইন ওয়েদার অ্যাপ দেবে আবহাওয়ার সঠিক তথ্য।
iPhone Update: নির্ভুল তথ্য পাবেন আপনি
iOS ওয়েদার অ্যাপটিতে একটি সতর্কতা বৈশিষ্ট্য রয়েছে। যা আগাম বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে সতর্ক করে ব্যবহারকারীকে। আইওএস-এ এই বৈশিষ্ট্যটি দীর্ঘদিন ধরেই রয়েছে। এই বৈশিষ্ট্যটি কেবল আয়ারল্যান্ড, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অন্য দেশের ব্যবহারকারীদের জন্যও পাওয়া যাবে। অ্যাপলের ওয়েবসাইট অনুসারে, আইফোন ব্যবহারকারীদের দেওয়া আবহাওয়া সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট দেশের জাতীয় আবহাওয়া প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়।
iPhone rainy weather alerts: এইভাবে আবহাওয়ার অ্যালার্ট সক্রিয় করুন
আপনি এই পদক্ষেপগুলি অনুসরণ করে আপনার আইফোনে বৃষ্টির সতর্কতা পেতে পারেন।
নোটিফিকেশনের জন্য টগল নির্বাচন করুন
আবহাওয়া সতর্কতা পেতে উপযুক্ত বিকল্প নির্বাচন করুন
এরপরে, আবহাওয়া অ্যাপে location services সক্রিয় করুন৷
ওয়েদার অ্যাপে আপনার অবস্থানের (location)অনুমতি দেওয়ার পরে, আবহাওয়ার তথ্য পাওয়া সহজ হয়ে যায়।
এই আবহাওয়া অ্যাপটি আপনাকে আপনার অবস্থানের উপর ভিত্তি করে নোটিফাই বা অ্যালার্ট পাঠাতে পারে।
এর মানে যদি ভ্রমণের কারণে আপনাকে অন্য শহরে বা অন্য দেশে যেতে হয় তবে আপনাকে লোকেশন পরিবর্তন করতে হবে। শহরের নাম, পিন কোড বা বিমানবন্দর কোড লিখতে হবে। তাহলেই কাজ করবে অ্যাপ।
অ্যামাজন ইন্ডিয়ায় বর্তমানে চলছে এক্সট্রা হ্যাপিনেস ডে’জ সেল। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত এই সেল। অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের মধ্যেই যুক্ত হয়েছে এই বিশেষ সেল। অ্যামাজনে এই সেলে আইফোন ১২- র ৬৪ জিবি স্টোরেজ মডেল কেনা যাবে ৩৫ হাজার টাকারও কমে। অ্যামাজনের এক্সট্রা হ্যাপিনেস সেলে আইফোন ১২- র ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ধার্য হয়েছে ৪৭,৯৯৯ টাকা। তবে এর উপরে রয়েছে এক্সচেঞ্জ অফার। সেখানে ১৩ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। অতএব ফোনের দাম কমে হতে পারে ৩৪,৯৯৯ টাকা। এর পাশাপাশি সিটি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডের ক্ষেত্রে EMI ট্রানজাকশন হলে ১০ শতাংশ অতিরিক্ত ছাড় পাবেন ক্রেতারা। এছাড়াও নো-কস্ট EMI- এর সুবিধাও থাকছে ক্রেডিট ও ডেবিট কার্ড, অ্যামাজন পে এবং বাজাজ ফিনসার্ভের ক্ষেত্রে।
শুধুমাত্র আইফোন নয়, অন্যান্য স্মার্টফোনের ক্ষেত্রেও থাকছে দুর্দান্ত অফার। এর পাশাপাশি The Great Indian Festival – ‘Extra Happiness Days’ সেলে রয়েছে স্পেশ্যাল ডিল এবং অফার। এইসব ছাড় স্মার্টফোন ছাড়াও ক্রেতারা পাবেন ল্যাপটপ, স্মার্ট টিভি, বেবি প্রোডাক্ট এবং আরও অনেক কিছুর উপর। টেকনো, আইকিউওও, মাইক্রোসফট, প্যাম্পার, শাওমি স্মার্টফোন ও স্মার্ট টিভি ও আরও অনেক জিনিসের উপরেই থাকছে ছাড়। এই সেল চলাকালীন ক্রেতারা অ্যামাজন পে ব্যবহার করলে ওয়েলকাম রিওয়ার্ড পাবেন।
- Amazon Pay ICICI Bank ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ক্রেতারা ২৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এর সঙ্গে ৫ শতাংশ পর্যন্ত আনলিমিটেড ক্যাশব্যাক পেতে পারেন অ্যামাজনের সাইট থেকে কেনাকাটা করলে।
- Amazon Pay Later অপশন অ্যাক্টিভেট করলে ক্রেতারা ৬০০ টাকা পর্যন্ত রিওয়ার্ড পেতে পারেন। এছাড়াও ইনস্ট্যান্ট ধার পেতে পারেন ৬০ হাজার টাকা পর্যন্ত। তবে সেক্ষেত্রে কিছু শর্ত থাকবে।
- Amazon Pay UPI- এর ক্ষেত্রে ৬০০ টাকা পর্যন্ত ওয়েলকাম রিওয়ার্ড পাবেন ক্রেতারা। গিফট কার্ড কিনলে ক্রেতারা ১০ শতাংস পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। এছাড়াও ডিজিটাল গোল্ড কিনলে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
আরও পড়ুন: Tech Tips: ফোন হারিয়ে ফেলেছেন? কিংবা চুরি গিয়েছে... অতি অবশ্যই এই তিনটি কাজ করতে হবে