Tecno Pop 6 Pro: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে টেকনো পপ ৬ প্রো, থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি
Tecno Smartphone: এর আগে চলতি বছর জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল টেকনো ৫ প্রো ফোন। এই ফোনের দাম ছিল ৮৪৯৯ টাকা।
Tecno Pop 6 Pro: টেকনো পপ ৬ প্রো (Tecno Pop 6 Pro) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোন কবে ভারতে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে টেকনো (Tecno) সংস্থার এই ফোন খুব তাড়াতাড়িই ভারতে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই এই ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, টেকনো পপ ৬ প্রো ফোনে থাকতে চলেছে একটি ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট পাওয়া যাবে। এই ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৮ মেগাপিক্সেলের সেনসর রয়েছে এবং ডুয়াল LED ফ্ল্যাশ রয়েছে। এছাড়াও রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। একবার চার্জ দিলে ৪২ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে এই ব্যাটারিতে। জানা গিয়েছে, অ্যামাজন থেকে টেকনো পপ ৬ প্রো ফোন কেনা যাবে। টেকনো সংস্থার মতে এই ফোন ওজনে হাল্কা হবে এবং বাজেট সেগমেন্টের ফোন হবে। Peaceful Blue এবং Polar Black- এই দুই রঙে ভারতে লঞ্চ হতে পারে টেকনো পপ ৬ প্রো ফোন। তবে ভারতে এই ফোনের দাম কত হতে পারে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
এর আগে চলতি বছর জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল টেকনো ৫ প্রো ফোন। এই ফোনের দাম ছিল ৮৪৯৯ টাকা। টেকনো সংস্থার এই ফোনে রয়েছে একটি ৬।৫২ ইঞ্চির LCD ডিসপ্লে, যেখানে HD+ রেজোলিউশন এবং ১২০ হার্ট রিফ্রেশ রেট পাওয়া যাবে। এই ফোনেও রয়েছে ৮ মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি।
Tecno Camon 19 Pro Mondrian Edition
ভারতে লঞ্চ হয়েছে টেকনো সংস্থার নতুন ফোন Tecno Camon 19 Pro Mondrian Edition। এই প্রথম টেকনো সংস্থা কোনও ফোন লঞ্চ করেছে যার ব্যাক প্যানেলের রঙ পরিবর্তন হবে। এই ফোনে রয়েছে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং একটি মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর। এছাড়াও Tecno Camon 19 Pro Mondrian Edition ফোনে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের RGBW+ (G+P) মেন সেনসর। এই ফোনেও রয়েছে ভার্চুয়াল ভাবে র্যাম বাড়ানোর ফিচার। ৫ জিবি পর্যন্ত র্যাম বাড়ানো সম্ভব। এই ফোনে ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। এছাড়াও টেকনো সংস্থার এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। একবার চার্জ দিলে এই ফোনে ৩৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই হিসেবে ব্যাটারি চার্জ বজায় থাকবে। টেকনো সংস্থার এই ফোন লঞ্চ হয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেল নিয়ে। এই ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা।
আরও পড়ুন- নতুন র্যাম-স্টোরেজ নিয়ে খুব তাড়াতাড়ি ভারতে আসছে মোটো Edge ৩০ আলট্রা ফোন