Tecno Smartphone: টেকনো স্পার্ক ১০ ৫জি লঞ্চ হয়েছে ভারতে, দাম কত? কী কী ফিচার রয়েছে এই ফোনে?
Tecno SPark 10 5G: Memory Fusion RAM ফিচারের সাহায্যে এই ফোনের র্যামের পরিমাণ ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও ফোনের স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
Tecno Smartphone: ভারতে লঞ্চ হয়েছে টেকনো সংস্থার নতুন ফোন টেকনো স্পার্ক ১০ ৫জি (Tecno SPark 10 5G)। মেটা ব্ল্যাক, মেটা ব্লু এবং মেটা হোয়াইট রঙে লঞ্চ হয়েছে এই ফোনে। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে একটিই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে টেকনো স্পার্ক ১০ ৫জি ফোন। এই ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। Memory Fusion RAM ফিচারের সাহায্যে এই ফোনের র্যামের পরিমাণ ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও ফোনের স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ৭ এপ্রিল থেকে এই ফোনের বিক্রি শুরু হবে।
টেকনো স্পার্ক ১০ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ প্রসেসর। অ্যান্ড্রয়েড ১৩ এবং HiOS 12.6- এর সাহায্যে পরিচালিত হবে ফোন।
- ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে টেকনো সংস্থার এই ৫জি ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ক্যামেরা সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- টেকনো স্পার্ক ১০ ৫জি ফোনে রয়েছে কটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং ফিচারের সাপোর্ট। এই ফাস্ট চার্জিং সাপোর্টের সাহায্যে ফোনে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৫০ মিনিট। একবার চার্জ দিলে এই ফোনে প্রায় ৩৯ দিন স্ট্যান্ডবাই ব্যাটারি থাকবে বলে দাবি করেছে টেকনো সংস্থা।
Nothing Phone 2: নাথিং ফোন ২ ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এমনটাই অনুমান করা হচ্ছে, কারণ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS) ওয়েবসাইটে নাথিং ফোন ২- এর নাম দেখা গিয়েছে। এর থেকেই অনুমান দ্রুত নাথিং সংস্থার দ্বিতীয় ফোন ভারতে আসছে। গতবছর জুলাই মাসে নাথিং ফোন ১ লঞ্চ হয়েছিল। তারই সাকসেসর হিসেবে নাথিং ফোন ২ লঞ্চ হতে চলেছে। এই নতুন ফোনে স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। এই ফোনে একটি AMOLED ডিসপ্লে থাকতে পারে। তার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। নাথিং ফোন ২- তে সর্বোচ্চ ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ChatGPT কাড়বে কাদের চাকরি ? এদের ওপর পড়বে না প্রভাব